Camera Phone: সেরা ক্যামেরার Oppo, iPhone, Google, Samsung ফোনগুলি দেখে নিন

Update: 2022-08-22 08:15 GMT

বর্তমান যুগের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে বড় ব্যাটারি এবং সামগ্রিক পারফরম্যান্সের পাশাপাশি একটি ভালো হ্যান্ডসেটের অন্যতম মাপকাঠি হল এর ক্যামেরা সিস্টেম। আর এখন ক্রেতারা একটি উন্নত ক্যামেরা ফোনের সাহায্যে সহজেই অসাধারন ডিটেইল এবং ক্ল্যারিটি যুক্ত ছবি তুলতে পারেন, যা অনেকসময় ক্যামেরা কেনার প্রয়োজনীয়তাও দূর করে। আপনি যদি বতর্মানে একটি ভালো ক্যামেরা ফোন কেনার পরিকল্পনা করেন, তবে আপনার জন্য এই নিবন্ধে রইল এমনই পাঁচটি দুর্দান্ত ডিভাইসের সন্ধান। তাহলে চলুন তালিকাটি দেখে নেওয়া যাক।

১) Google Pixel 6a: গত মে মাসে বাজারে আত্মপ্রকাশ করা গুগলের এই লেটেস্ট পিক্সেল ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ (১২.২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল) এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ভারতে Pixel 6a-এর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৩,৯৯৯ টাকা। এই ফোনটি চমৎকার ফটো এবং ভিডিও ক্যাপচার করে। গুগল টেনসর প্রসেসর দ্বারা চালিত ফোনটিতে একটি ৬.১৪ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে এবং একটি ৪,৪১০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

২) Samsung Galaxy S22 Ultra: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া এই হ্যান্ডসেটটির ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ১,০৯,৯৯৯ টাকা। Samsung Galaxy S22 Ultra-তে বহুমুখী রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে ১০৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ১০ মেগাপিক্সেল + ১০ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত কোয়াড ক্যামেরা সেটআপ আছে। আবার ডিভাইসটির সামনে একটি ৪০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। Galaxy S22 Ultra-এর হাইলাইট হল স্যামসাংয়ের ১০০এক্স স্পেস জুম ফিচার, যা ৪০এক্স পর্যন্ত দুর্দান্তভাবে কাজ করে। এক্সিনস ২২০০/ স্ন্যাপড্রাগন ৮ জেন ১ অক্টা-কোর প্রসেসরে চালিত ফোনটিতে ৬.৮ ইঞ্চির কোয়াড এইচডি+ ডিসপ্লে এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

৩) Realme GT 2 Pro: ভারতে এই ফোনটির ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। Realme GT 2 Pro-এ ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে এবং এতে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এই রিয়েলমি ডিভাইসটির বিশেষত্ব হল এর মাইক্রোলেনস। আপনি এই ফোনের সাহায্যে সুন্দর ডিটেইলড ছবি ক্লিক করতে পারেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হ্যান্ডসেটটিতে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে এবং শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে।

৪) Oppo Reno 8 Pro 5G: ভারতে এই রেনো ফোনটির দাম ৪৫,৯৯৯ টাকা। Oppo Reno 8 Pro 5G মডেলটি ওপ্পো দ্বারা অফার করা সেরা ক্যামেরা ফোনগুলির মধ্যে অন্যতম৷ হ্যান্ডসেটটিতে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ওপ্পোর মারিসিলিকন এক্স (MariSilicon X) ইমেজিং এনপিইউ এবং ডুয়েল সনি ফ্ল্যাগশিপ সেন্সর (আইএমএক্স৭৬৬ এবং আইএমএক্স৭০৯) দ্বারা চালিত, Reno 8 Pro 5G একটি দুর্দান্ত ফটোগ্রাফির অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স চিপসেটে চলে এবং এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে।

৫) Apple iPhone 13: অ্যাপলের বর্তমান প্রজন্মের আইফোন সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, যার দাম ৭৩,৯৯৯ টাকা। ফোনটিতে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ (১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল) রয়েছে। ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকে, iPhone 13 লক্ষ্যনীয়ভাবে দুর্দান্ত পারফর্ম করে। কালার অ্যাকিউরেসি থেকে ছবির সূক্ষ্ম বিবরণ, আপনি এতে সবই দেখতে পাবেন।

Tags:    

Similar News