Top Smartphones: দাম ১৫০০০ টাকার কম, সেরা 5G, 4G স্মার্টফোনগুলি দেখে নিন
Best Smartphones Under 15000 : একটি নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে বিভিন্ন ক্রেতার বিভিন্ন ধরনের চাহিদা থেকে থাকে। কিছুজন ফিচারকে প্রাধান্য দেন, তো কেউ আবার বাজেট রক্ষায় মনস্থির থাকেন। তবে আজ আমরা যে স্মার্টফোনগুলির সম্পর্কে আলোচনা করবো, সেগুলি দামে কম হওয়ার পাশাপাশি ফিচারের দিক থেকেও যথেষ্ট সমৃদ্ধ। সর্বোপরি এই তালিকায় আপনারা ১৫,০০০ টাকার কমে 4G এবং 5G উভয় কানেক্টিভিটির হ্যান্ডসেট পেয়ে যাবেন। অতএব আপনারা যারা সাশ্রয়ী মূল্যে একটি নয়া স্মার্টফোন কিনতে আগ্রহী, তারা আমাদের এই প্রতিবেদন থেকে ভারতের বাজারে উপলব্ধ ৫টি সেরা বাজেট রেঞ্জের স্মার্টফোনের দাম ও ফিচার সহ তালিকা দেখে নিতে পারেন।
১৫,০০০ টাকার নিচে উপলব্ধ ৫টি সেরা স্মার্টফোনের তালিকা
Samsung Galaxy M13 5G : ডুয়েল-সিমের (ন্যানো) স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪ কাস্টম ওএস দ্বারা চালিত। ধার্য র্যাম বাদেও, স্যামসাংয়ের ‘র্যাম প্লাস’ ফিচারের সাহায্যে অভ্যন্তরীণ স্টোরেজকে কাজে লাগিয়ে ১২ জিবি পর্যন্ত র্যাম বাড়ানো যাবে এই ডিভাইসে। ফটোগ্রাফির জন্য স্যামসাংয়ের এই স্মার্টফোনে - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। আবার, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। তদুপরি, পাওয়ার ব্যাকআপের জন্য এই নয়া হ্যান্ডসেটে ১৫ওয়াট চার্জিং সাপোর্ট সহ একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।
দাম : Samsung Galaxy M13 5G স্মার্টফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৩,৯৯৯ টাকা থাকছে।
Motorola Moto G52 : মোটোরোলা মোটো জি৫২ ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল) POLED ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিটস ব্রাইটনেস, ৪০৩ পিপিআই পিক্সেল ঘনত্ব এবং ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে এবং এতে নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, মোটোরোলা আনীত এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড ও ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। মোটোরোলা মোটো জি৫২ ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৩০ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
দাম : Motorola Moto G52 ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম ১৪,৪৯৯ টাকা।
OPPO A74 5G : অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালার ওএস ১১.১ কাস্টম স্কিনে রান করা ওপ্পো এ৭৪ ৫জি ফোনে আছে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ, এসপেক্ট রেশিও ২০:৯ এবং পিক্সেল ডেন্সিটি ৪০৫ পিপিআই। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি প্রসেসর সহ এসেছে। ছবি তোলার জন্য উক্ত মডেলের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অপ্পো এ৭৪ ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
দাম : OPPO A74 5G স্মার্টফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনকে ১৪,৯৯০ টাকায় কেনা যাবে।
Realme Narzo 50 : রিয়েলমি নারজো ৫০ ফোনে দেখা যাবে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে ডিভাইসে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই১ (Realme UI1) কাস্টম স্কিন পাওয়া যাবে। সংস্থার দাবি অনুসারে, এতে থাকা ডায়নামিক র্যাম ফিচার ১১ জিবি পর্যন্ত বর্ধিত র্যাম সাপোর্ট করে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, রিয়েলমি নারজো ৫০ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনোক্রম লেন্স। এছাড়া সেলফি তোলার জন্য ডিসপ্লের পাঞ্চ হোল কাটআউটের মধ্যে উপস্থিত থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি নারজো ৫০ স্মার্টফোনে, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।
দাম : Realme Narzo 50 স্মার্টফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে ১৪,৪৪৯ টাকা।
Xiaomi Redmi Note 10T : রেডমি নোট ১০টি ৫জি ফোনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নি গরিলা গ্লাস প্রোটেকশন সহ ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) LCD ডিসপ্লে। এই ডিসপ্লের পাঞ্চ হোল কাট আউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল - ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। পারফরম্যান্সের ক্ষেত্রে এই ৫জি কানেক্টিভিটির ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম ওএস দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই হ্যান্ডসেটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
দাম : Xiaomi Redmi Note 10T স্মার্টফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১১,৯৯৯ টাকা।