আসছে না বহু প্রতীক্ষিত Blackberry-র 5G স্মার্টফোন? তুঙ্গে জল্পনা
বড় ধাক্কা খেলো BlackBerry 5G প্রকল্প! ফলে একদা জনপ্রিয় এই ব্র্যান্ডের অধীনে ভবিষ্যতে 5G স্মার্টফোন আসার সম্ভাবনা নেই বললেই চলে। অথচ টেক্সাস-ভিত্তিক মোবাইল প্রস্তুতকারক ব্র্যান্ডের সাম্প্রতিক লাইসেন্স মালিক OnwardMobility কিন্তু এমন সম্ভাবনার কথা ঘুণাক্ষরেও স্বীকার করেনি। উল্টে মাত্র এক মাস আগেই সংস্থাটি দাবী করে যে খুব দ্রুত তারা BlackBerry ব্র্যান্ডের অধীনে সম্পূর্ণ নয়া আল্ট্রা-সিকিওর 5G এন্টারপ্রাইজ স্মার্টফোন আনতে চলেছে। যদিও এবার সেই প্রতিশ্রুতি কার্যত বিফলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।
BlackBerry 5G প্রোজেক্ট থেকে হাত তুলে নিচ্ছে OnwardMobility
প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২০ সালের আগস্ট মাসে অনওয়ার্ড মোবিলিটি (OnwardMobility) ব্ল্যাকবেরি'র লাইসেন্স ক্রয় করে। এরপর একাধিকবার তারা ব্ল্যাকবেরি ব্র্যান্ডনামের আওতায় নতুন 5G স্মার্টফোন আনার কথা প্রকাশ্যে এনেছে। এক্ষেত্রে চলতি বছরের শুরুতেও একই ধরনের গুজব শোনা গিয়েছে, যেখানে BlackBerry 5G প্রোজেক্টের প্রধান বাধা হিসেবে অতিমারিকে দায়ী করা হয়েছে।
এদিকে এখন সংবাদ সংস্থা Android Police সম্প্রতি দাবী করেছে যে ব্ল্যাকবেরি ব্র্যান্ডনেম ব্যবহারের হক খুইয়ে অনওয়ার্ড মোবিলিটি ব্ল্যাকবেরি 5G প্রকল্পের থেকে হাত তুলে নিয়েছে। এর ফলে একদা জনপ্রিয় এই স্মার্টফোন ব্র্যান্ড বাজার থেকে হাওয়া হয়ে যেতে পারে বলেও Android Police -এর প্রতিবেদনে উঠে এসেছে।
মোবাইল টেকনোলজি পেটেন্ট বিক্রি করলো BlackBerry
Android Police -এর দাবীর পক্ষে প্রমাণ হাজির করেছে ব্ল্যাকবেরির সাম্প্রতিক কার্যকলাপ। কয়েকদিন আগেই একদা জনপ্রিয় এই ব্র্যান্ড ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে তাদের মোবাইল টেকনোলজি পেটেন্ট Catapult IP Innovations Inc. নামক অপর এক কোম্পানিকে বিক্রি করেছে। এক্ষেত্রে ব্ল্যাকবেরির তরফেও নন-কোর পেটেন্ট বিক্রির কথা স্বীকার করা হয়েছে। এর মাধ্যমে আগামীদিনে সংস্থাটি স্মার্টফোন প্রস্তুতি থেকে সরে আসতে চাইছে বলে অভিজ্ঞ মহলের ধারণা।
এদিকে সংস্থার বর্তমান গ্রাহকদের সম্পর্কে প্রশ্ন করা হলে ব্ল্যাকবেরি জানায়, পেটেন্ট বিক্রির ফলে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। যদিও এর মধ্যেই সংস্থাটি BlackBerry 10 OS ইউজারদের জন্য সাপোর্ট প্রদান বন্ধ করেছে। সংস্থার বক্তব্য অনুযায়ী তারা BlackBerry 10,7.1 সহ পূর্বতন ওস (OS) ব্যবহারকারীদের থেকে সমস্ত সাপোর্ট তুলে নিচ্ছেন। এর ফলে ব্র্যান্ডের অপেক্ষাকৃত পুরোনো ডিভাইসে ডেটা খরচ, ইন্টারনেট সংযোগ, এসএমএস প্রেরণ, কলিংয়ের মতো সাধারন ফিচারগুলি ব্যবহার করা আর সম্ভব হবে না।