নিজের অ্যাকাউন্ট থেকে অন্যের টিকিট কেটে দিলে জেল হবে? কি জানাল IRCTC
বর্তমানে অনলাইনে ভারতীয় রেলের টিকিট বুক করার জন্য হাজার হাজার যাত্রী আইআরসিটিসি-এর ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করে থাকেন। এর মধ্যে এমনও অনেক যাত্রী থাকেন, যারা নিজের টিকিট ছাড়াও বন্ধু-বান্ধব বা নিকট আত্মীয়র টিকিট কেটে থাকেন। তবে, সম্প্রতি আইআরসিটিসি সম্পর্কিত একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হচ্ছে। যেখানে দাবী করা হচ্ছে যে, আপনি যদি নিজের আইআরসিটিসি আইডি ব্যবহার করে অনলাইনে অন্য কারোর টিকিট কাটেন, তাহলে শাস্তি স্বরূপ আপনার জেলও হতে পারে। কিন্তু সত্যি কি এমন নিয়ম আছে? আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
অন্য কারো টিকিট বুক করলে কি সত্যিই হতে পারে জেল ?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ছড়িয়ে পড়ার পর হাজার হাজার আইআরসিটিসি অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে আইআরসিটিসি তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে এই বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে জানিয়েছে। তারা বলেছে যে, টিকিট বুকিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে খবর প্রচলিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। আর তারা এই ধরনের কোনো নিয়ম চালু করেনি। পাশাপাশি আইআরসিটিসি ই-টিকিট বুক করার নিয়মগুলিও পরিষ্কার ভাবে ব্যাখ্যা করেছে।
আইআরসিটিসি ই-টিকিট বুকিং এর নিয়ম -
- আইআরসিটিসি আইডি ব্যবহারকারী নিজের ছাড়াও বন্ধু-বান্ধব এবং পরিবার-পরিজনের জন্য টিকিট কাটতে পারবেন। এছাড়াও, একই টাইটেল সহ ভিন্ন দুই ব্যক্তির টিকিট কাটার ক্ষেত্রেও কোনোরকম সীমাবদ্ধতা নেই।
- রেলওয়ের নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি প্রতিমাসে তাঁর ব্যক্তিগত আইআরসিটিসি আইডি থেকে সর্বাধিক ১২টি টিকিট কাটতে পারবেন। তবে সে ক্ষেত্রে তার আইডির সাথে আধার লিঙ্ক থাকা আবশ্যক।
- আর যদি ভ্রমণ কালে গ্রুপের অন্য কোনো যাত্রীর আইআরসিটিসি আইডির সাথেও আধার লিঙ্ক করা থাকে, তাহলে যিনি টিকিট কাটছেন তিনি মাসে সর্বাধিক ২৪টি টিকিট কাটতে পারবেন।
- তবে মনে রাখতে হবে, ব্যক্তিগত আইডি ব্যবহার করে ট্রেনের টিকিট কেটে বিক্রি করা যায় না। কারণ, ভারতীয় রেলওয়ে আইনের ১৯৮৯-এর ধারা ১৪৩-এর অধীনে এটিকে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়।