দাম শুরু মাত্র ৪৯ টাকা থেকে, BSNL-এর এই সস্তা প্ল্যানগুলিতে পাবেন আনলিমিটেড ডেটা ও কল

By :  techgup
Update: 2022-04-30 15:39 GMT

এই মুহূর্তে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL বেসরকারি Jio, Airtel ও Vi -এর নিরিখে যথেষ্ট কম খরচে পরিষেবা সরবরাহের জন্য পরিচিত। অথচ কেবলমাত্র 4G নেটওয়ার্কের অনুপস্থিতির কারণে এই সংস্থা বেসরকারি অপারেটরদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় বারবার পিছিয়ে পড়ছে। তবে দেরিতে হলেও চলতি বছরেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীল BSNL -এর 4G পরিষেবা সামনে আসতে চলেছে, যা অতীতের অনেক হিসেব উল্টে দিতে সক্ষম। এমতাবস্থায় আলোচ্য প্রতিবেদনে আমরা রাষ্ট্রায়ত্ত টেলকোর এমন কিছু অতীব সস্তা প্ল্যানের কথা জেনে নেবো, যারা বর্তমানের মতো আগামীদিনেও বাজেট গ্রাহকদের অন্যতম ভরসা হতে পারে।

কম বাজেটের গ্রাহকদের পক্ষে লাভজনক BSNL প্রিপেইড প্ল্যান

এক্ষেত্রে শুরুতেই আমরা STV_49 এবং STV_99 প্ল্যানদুটির কথা বলবো বাজারে যাদের মূল্য ক্রমান্বয়ে ৪৯ এবং ৯৯ টাকা। ৪৯ টাকার বিএসএনএল প্ল্যানের সাথে গ্রাহকেরা ২০ দিনের মেয়াদে ২ জিবি ডেটা এবং ১০০ মিনিট ভয়েস কলিং খরচের সুবিধা পাবেন। অন্যদিকে ৯৯ টাকার প্ল্যান বেছে নিলে মিলবে ২২ দিনের বৈধতায় যে কোনও নম্বরে অফুরন্ত ভয়েস কল করার সুযোগ। এছাড়া ১৩৫ টাকার বিএসএনএল Voice_135 প্যাক বেছে নিলে ইউজারেরা ২৪ দিনের পরিষেবা মেয়াদে ১৪৪০ মিনিট ভয়েস কল করার সুযোগ পাবেন।

এরপর ১১৮ ও ১৪৭ টাকা মূল্যে উপলব্ধ যথাক্রমে বিএসএনএল STV_118 এবং বিএসএনএল STV_147 প্ল্যানের কথাও উল্লেখযোগ্য। এক্ষেত্রে প্রথম অর্থাৎ ১১৮ টাকার প্ল্যানের সাথে টেলকোর গ্রাহকেরা রোজ ০.৫ জিবি ডেটা খরচের পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৬ দিন। আবার ১৪৭ টাকা মূল্যে উপলব্ধ বিকল্পটি রিচার্জ করলে ৩০ দিনের ভ্যালিডিটিতে এককালীন ১০ জিবি ডেটা খরচ ও পুরো অফুরন্ত ভয়েস কল করার সুযোগ মিলবে।

এছাড়া রয়েছে বিএসএনএল STV_185 এবং বিএসএনএল STV_187 প্ল্যান। মাত্র ২ টাকার পার্থক্যে উপলব্ধ এই দুই প্ল্যানের সুবিধাতেও যথেষ্ট ফারাক রয়েছে। এখানে ১৮৫ টাকার বিনিময়ে আগত প্রথম প্ল্যানটি বেছে নিলে গ্রাহকেরা পূর্ণ ২৮ দিনের মেয়াদে প্রত্যহ ১ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের ছাড় পাবেন। তাছাড়া এই প্ল্যানের সাথে আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ মিলবে। অন্যদিকে ১৮৭ টাকা মূল্যে আগত দ্বিতীয় প্ল্যানটি রিচার্জ করলে ২৮ দিনের পরিষেবা মেয়াদে দৈনিক ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচ সহ অফুরন্ত ভয়েস কল করার সুবিধা পাওয়া যাবে।

পরিশেষে ২৪৭ টাকার বিনিময়ে উপলব্ধ BSNL STV_247 সম্পর্কে বলতে হয়। এটি গ্রাহকদের এককালীন ৫০ জিবি ডেটা প্রদানের পাশাপাশি রোজ ১০০ এসএমএস এবং অফুরন্ত ভয়েস কল করার সুযোগ দেবে। তাছাড়া এই প্ল্যান BSNL Tunes এবং ErosNow সাবস্ক্রিপশন প্রদানের জন্য পরিচিত।

Tags:    

Similar News