দেশীয় ব্র্যান্ড Cellecor সবার জন্য আনছে নতুন 5G স্মার্টফোন সহ ল্যাপটপ সিরিজ

By :  techgup
Update: 2024-09-05 05:41 GMT

ভারতীয় টেক সংস্থা Cellecor Gadgets Limited শীঘ্রই 5G স্মার্টফোন সহ ল্যাপটপ সিরিজ লঞ্চ করার ঘোষণা করল। চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরে নতুন ডিভাইসগুলি বাজারে আসতে চলেছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে। জানিয়ে রাখি, Cellecor Gadgets Limited আপাতত অডিও ডিভাইস, স্মার্টওয়াচ, ল্যাপটপ ও স্মার্ট টিভি বাজারে এনেছে।

স্টাইল ও পারফরম্যান্স দুটোই দেবে Cellecor Gadgets Limited এর 5G ফোন

Cellecor জানিয়েছে, সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে তারা নতুন 5G স্মার্টফোনটি ডিজাইন করছে। এতে 64 জিবি বা 128 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে। আবার নতুন ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক সফ্টওয়্যারের সাথে আরও ভাল সিকিউরিটি এবং কাস্টমাইজেশন অপশন অফার করবে।

আবার সংস্থার দাবি নতুন 5G ফোনে সুপার ফাস্ট ইন্টারনেট স্পিড, মাল্টি-টাস্কিংয়ের সুবিধা পাওয়া যাবে। এটি স্লিক এবং স্টাইলিশ ডিজাইন সহ আসবে এবং একাধিক রঙে পাওয়া যাবে।

Cellecor Gadgets Limited ভারতে লঞ্চ করছে নতুন ল্যাপটপ

দেশীয় সংস্থাটি স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ সিরিজ লঞ্চ করবে বলে জানিয়েছে, যা বিশেষভাবে শিক্ষার্থী এবং অন্যান্য ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হবে। Cellecor এর নতুন ল্যাপটপ লাইনআপে থাকবে 1920x1080 পিক্সেল রেজোলিউশনের 14 ইঞ্চি ডিসপ্লে, 8 জিবি র‌্যাম, 256 জিবি এসএসডি। এই ল্যাপটপ সিরিজ কমপ্যাক্ট এবং পোর্টেবল হবে এবং ইন্টেল অ্যাল্ডার লেক এন 95 12 তম-জেন চিপসেট দ্বারা চালিত হবে।

আরও পড়ুন : একবার চার্জে 12 দিন চলবে Amazfit এর নতুন স্মার্টওয়াচ, ব্লুটুথ কলিং সহ রয়েছে খাস ফিচার

প্রিমিয়াম ল্যাপটপও আছে Cellecor Gadgets Limited এর পোর্টফোলিওতে

Cellecor এই মুহূর্তে দুটি প্রিমিয়াম ল্যাপটপ লঞ্চ করেছে। যার প্রথমটিতে রয়েছে 8 জিবি র‌্যাম সহ 15.6 ইঞ্চি ডিসপ্লে, 512 জিবি এসএসডি স্টোরেজ এবং ইন্টেল কোর আই3 দশম-জেনারেশন 1000এনজি4 প্রসেসর।

অন্য ল্যাপটপি ইন্টেল কোর আই 5 দশম জেনারেশন 1030এনজি 7 প্রসেসর দ্বারা চালিত। এতে আছে 16 জিবি র‌্যাম এবং 512 জিবি এসএসডি স্টোরেজ সহ 15.6-ইঞ্চি ডিসপ্লে। উভয় ডিসপ্লে 1920x1080 পিক্সেল রেজোলিউশন অফার করে।

Tags:    

Similar News