OTT-র জন্য মোদী সরকার আনল নতুন নিয়ম, গভীর চাপের মুখে Netflix, Hotstar-রা
বিগত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন জায়গার পাশাপাশি ভারতেও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে Amazon Prime Video, Disney+Hotstar, VOOT, Netflix-এর মতো OTT প্ল্যাটফর্মগুলি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, মানুষজন সিনেমাহল বা টিভির বদলে এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতেই বিনোদন খুঁজে নিচ্ছেন এবং ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন। তবে এইসব প্ল্যাটফর্মগুলিই এবার ভারত সরকারের ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়তে চলেছে বলে মনে হচ্ছে। আসলে সম্প্রতি OTT কন্টেন্টের জন্য মোদি সরকার একটি নতুন নিয়ম জারি করেছে, যেখানে বলা হয়েছে Netflix, Amazon Prime এবং Hotstar-কে সরকারের নির্দেশিকা মেনে তামাক ব্যবহারের বিষয়ে সতর্কতা প্রদর্শন করতে হবে। কিন্তু কেন্দ্রের এই নির্দেশের ক্ষেত্রে বেঁকে বসেছে OTT কনটেন্ট প্রোভাইডার কোম্পানিগুলি। তাদের মতে, এমনটা করা সম্ভব নয়।
সরকার কী বলছে?
টিভি হোক বা সিনেমাহল-মাল্টিপ্লেক্স, সমস্ত জায়গাতেই সিনেমা, সিরিয়াল, শো ইত্যাদিতে ধূমপান, মদ্যপান জাতীয় নেশা সম্পর্কে দর্শকদের সতর্ক করা হয়। কিন্তু নেটফ্লিক্স, হটস্টারের মতো প্ল্যাটফর্মগুলিতে (মূলত বিদেশী কোম্পানিগুলির ক্ষেত্রে) এমনটা সচরাচর দেখা যায়না। আর তাই বিষয়টি নিয়ে কেন্দ্র সরকার নতুন নির্দেশিকা জারি করেছে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী, ওটিটি কোম্পানিগুলিকে প্রতিটি শোয়ের শুরুতে ও শেষে তামাক ব্যবহারের বিষয়ে কমপক্ষে ৫০ সেকেন্ডের তামাক বিরোধী বিজ্ঞাপন সতর্কতা হিসেবে দেখাতে হবে। এক্ষেত্রে তারা অডিও এবং ভিজ্যুয়াল এফেক্ট দিতে পারে।
কেন সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে Netflix-রা?
কিন্তু স্ট্রিমিং সংস্থাগুলি এই নির্দেশ মানতে গরররাজি! তারা বলছে যে সরকারি নির্দেশ মানা কার্যত অসম্ভব, কারণ তাদের প্ল্যাটফর্ম অনেক ভাষায় কন্টেন্ট দেখায় আর সেই কন্টেন্টের মধ্যে লক্ষ লক্ষ হলিউড এবং বলিউড ওয়েব শো অন্তর্ভুক্ত রয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি ভাষায় প্রতিটি কন্টেন্ট বারবার তামাক সংক্রান্ত সতর্কবার্তা দিতে গেলে বেশ সমস্যা হবে। তাই তারা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে।
সরকারের বিরোধিতা করতে গিয়ে কঠিন শাস্তির মুখে পড়তে পারে OTT কোম্পানিগুলি
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মকে তিন মাসের মধ্যে ধূমপানের কোনো ছবি বা ভিডিও প্রদর্শন করে সতর্কতা জারি করার নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে তারা বিরোধিতা করে যদি এমনটা না করে, তবে সংস্থাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমতাবস্থায় গোটা বিষয়টিকে ক্রিয়েটরদের স্বাধীনতার ওপর এক ধরনের হস্তক্ষেপ বলে অভিযোগ করছে ওটিটি কোম্পানিগুলি।