T20 World Cup হবে জমজমাট! মাত্র ৩৯৯ টাকায় মিলছে Disney+Hotstar এর সাবস্ক্রিপশন

Update: 2022-10-26 10:56 GMT

IPL হোক বা অন্যান্য ক্রিকেট টুর্নামেন্ট, যেকোনো ধরণের ম্যাচ উপভোগ করার জন্য এখন অধিকাংশ ইন্টারনেট ইউজার Disney+Hotstar প্ল্যাটফর্মটির ওপর নির্ভর করেন। সেক্ষেত্রে T20 World Cup 2022 ইভেন্টের জন্য এই Hotstar-কেই হোম অ্যাপ হিসেবে নির্বাচন করা হয়েছে, যার ফলে ক্রিকেটপ্রেমীরা এতে অস্ট্রেলিয়ায় চলমান T20 টুর্নামেন্টের লাইভ সম্প্রচার দেখতে পারবেন। কিন্তু মনে রাখবেন, প্ল্যাটফর্মটিতে একেবারে নিখরচায় যে ম্যাচগুলি দেখা যাবে তা নয়; কারণ Hotstar-এ কিছু শো বিনামূল্যে উপলব্ধ থাকলেও, ক্রিকেট ম্যাচ বা অন্য একাধিক বিশেষ কন্টেন্টের জন্য সাবস্ক্রিপশন নিতে হয়। এর মধ্যে আগ্রহীদের মেম্বারশিপের জন্য 'Super' এবং 'Premium', দুটি অপশন বেছে নেওয়ার সুযোগ থাকে। এমত পরিস্থিতিতে আপনি যদি চলতি বিশ্বকাপের সমস্ত ম্যাচ Disney+Hotstar থেকে উপভোগ করার পরিকল্পনা করেন, তবে এটিই কিন্তু প্ল্যাটফর্মটির সাবস্ক্রিপশন নেওয়ার সঠিক সময়। কারণ এখন Hotstar Super প্ল্যানটি ৮৯৯ টাকার বদলে মাত্র ৩৯৯ টাকায় কেনা যাবে। হ্যাঁ, একদম ঠিক পড়েছেন!

কীভাবে ৩৯৯ টাকায় Hotstar Super প্ল্যান সাবস্ক্রাইব করবেন?

হটস্টার সুপার প্ল্যানটির এক বছরের সাবস্ক্রিপশন খরচ ৮৯৯ টাকা। তবে আগ্রহীরা মোবাইল থেকে লিঙ্কে ক্লিক করে বা ডেস্কটপ থেকে ওয়েবসাইট ভিজিট করে এই প্ল্যানে ১০০ টাকার ছাড় পেতে পারেন। এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট জায়গায় 'HSSUPER100OFF' প্রোমো কোড এন্টার করতে হবে, যার ফলে প্ল্যানটির খরচ কমে দাঁড়াবে ৭৯৯ টাকায়।

রিপোর্ট অনুযায়ী, এক্ষেত্রে বাকি ৪০০ টাকা ছাড় পেতে আপনার কাছে জিও (Jio) কানেকশন থাকতে হবে। এই কোম্পানির গ্রাহকরা তাদের প্ল্যান ভ্যালিডিটির ভিত্তিতে ৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। যদিও ঠিক কীভাবে এই ডিসকাউন্ট কাজে লাগানো যাবে, সে সম্পর্কে বিশদ জানা যায়নি।

Jio রিচার্জে আর মেলেনা Hotstar সাবস্ক্রিপশন

আগে জিও সহ বিভিন্ন কোম্পানি নিজের নির্বাচিত রিচার্জ প্ল্যানের সাথে ডিজনি+হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন অফার করত। কিন্তু এখন এই শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাটি এই ধরনের ১০টিরও বেশি প্ল্যান বন্ধ করে দিয়েছে। এখন শুধুমাত্র দুটি জিও প্ল্যানের সাথে ১ বছরের জন্য ফ্রি ডিজনি+হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যায়, যাদের দাম ১,৪৯৯ টাকা এবং ৪,১৯৯ টাকা।

Tags:    

Similar News