চার অঙ্কের ঘর থেকে প্রায় 50000, ই-স্কুটারের বিক্রিতে অভাবনীয় অগ্রগতি, টপ ব্র্যান্ডের লিস্ট দেখে নিন

By :  techgup
Update: 2022-05-20 07:06 GMT

নতুন বছরের সূচনার পর থেকেই ভারতে ইলেকট্রিক স্কুটারের বিক্রি ঊর্দ্ধমুখী। জ্বালানি তেলের অগ্নিমূল্য দাম বৈদ্যুতিক যানবাহনের প্রতি আমজনতার ঝোঁক বাড়িয়েছে। বিশেষ করে জনপ্রিয়তা বাড়ছে ব্যাটারিচালিত দু'চাকা যানের। নিত্যনতুন মডেলের আত্মপ্রকাশের ফলে মানুষের কাছে বিকল্পের সংখ্যা প্রচুর। ফলে নতুন বাহন কেনার সময় ইলেকট্রিক স্কুটিকে অগ্রাধিকার দিচ্ছেন গ্রাহকরা‌। আর স্বাভাবিকভাবেই তার উজ্জল প্রতিফলন ঘটছে বিক্রিতে।

গত মাসে ভারতে ৪৯,১৬৬ টি ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ, ২০২১-এর এপ্রিল মাসে সংখ্যাটি ছিল মাত্র ৫,১৩২। যদিও এই বছরের মার্চের তুলনায় এপ্রিলে বিক্রি কমেছে ০.৯৬ শতাংশ। ২০২২-এর মার্চে বিক্রিত বিদ্যুৎচালিত স্কুটির সংখ্যা ছিল ৪৯,৬৪২। আর এই ধরনের গাড়ির বাজারে এখন শীর্ষস্থানে ওলা ইলেকট্রিক (Ola Electric)। দেশের দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে আত্মপ্রকাশের (বিক্রি শুরু) পাঁচ মাসের মধ্যেই বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী সংস্থায় পরিণত হয়েছে তারা। এপ্রিলে সংস্থাটি তাদের S1 Pro মডেলের ১২,৬৯৮ ইউনিট বেচেছে। মার্চ মাসে ৯,১৪০টি ই-স্কুটার ডেলিভারি দিয়েছিল ওলা‌। অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ৩৮.৯৩ শতাংশ।

ই-স্কুটার বিক্রির নিরিখে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)‌। ২০২২-এর এপ্রিলে এই রকম ১১,০১০টি দু'চাকা বেচেছে তারা। গত বছরের এপ্রিল মাসের তুলনায় বিক্রি বেড়েছে ৮২২.৮৮ শতাংশ। প্রসঙ্গত, ২০২২ এর মার্চে ওকিনাওয়ার ৮,২৮৪ ইউনিট বিক্রি হয়েছিল।

শীর্ষস্থান খুঁইয়ে তিন নম্বরে নেমে গিয়েছে হিরো ইলেকট্রিক (Hero Electric)। চিপ সংকটে গত মাসে উৎপাদন স্থগিত করতে হয়েছিল সংস্থাটিকে। ফলে এপ্রিলে একটাও নতুন ইলেকট্রিক স্কুটারও ডিলারদের বিক্রি করতে পারেনি তারা। গত মাসে হিরোর স্টকে থাকা ৬,৫৭৬টি ই-স্কুটার বিক্রি হয়েছে। গত বছরের এপ্রিলের তুলনায় তা অবশ্য অনেক (৬৪৩)৷ তবে ২০২২ এর মার্চের তুলনায় হিরো ইলেকট্রিকের বিক্রিতে ৪৯.৫৩ শতাংশ পতন।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে জনপ্রিয় ই-স্কুটার প্রস্তুতকারী সংস্থা অ্যাম্পিয়ার ইভি (Ampere EV)। গত মাসে তাদের ৬,৫৩৯ ইউনিট বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ে তুলনায় বিক্রিবাটায় ৭৭০.৭১ শতাংশ উত্থান ঘটেছে। ২০২১-এর এপ্রিলে মাত্র ৭৫১টি বৈদ্যুতিক স্কুটার বেচেছিল সংস্থাটি। পঞ্চম স্থানে বেঙ্গালুরুর এথার এনার্জি (Ather Energy)। এপ্রিল মাসে তাদের বিক্রিত স্কুটারের সংখ্যা ২,৪৪৭টি। গত বছরের ওই সময়ের তুলনায় বিক্রি ১৭০.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ২০২১-এর মার্চে ২,২৩৪ জন নতুন গ্রাহক যুক্ত হয়েছিল এথারের সঙ্গে।

ইলেকট্রিক স্কুটার বিক্রির নিরিখে পরবর্তী স্থানগুলিতে যথাক্রমে রয়েছে Pure EV, TVS, Revolt, Bajaj, Jitendra ইত্যাদি‌। এপ্রিলে Pure EV ও TVS-এর বিক্রি বাড়লেও মার্চ মাসের তুলনায় পতন লক্ষ্য করা গিয়েছে। অন্য দিকে, Revolt- এর ইলেকট্রিক বাইক সাধারণ পেট্রোল চালিত বাইকের সমকক্ষ হওয়ায় দিনদিন এর জনপ্রিয়তা বাড়ছে। যা তাদের এপ্রিল মাসের বিক্রির খতিয়ান (১,২৩৯টি) থেকে স্পষ্ট। পরিশেষে বলা যায় ব্যাটারি চালিত যানবাহনের প্রতি সাধারণ জনগণের এহেন ভালোবাসা একদিন ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবীকে দূষণমুক্ত করতে অনেকখানি সাহায্য করবে।

Tags:    

Similar News