Flipkart Sale: দাম কমলো Xiaomi, Samsung সহ এই সমস্ত ব্র্যান্ডের 5G ফোনের
আপনি কি এই মুহূর্তে নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন? কিন্তু তুলনামূলকভাবে সস্তা অফারের সন্ধানে রয়েছেন? তাহলে আপনি এখন Flipkart-এর ধামাকাদার সেলের সুবিধা নিতে পারেন। আসলে বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মটিতে 'Month End Mobile Fest' (মান্থ এন্ড মোবাইল ফেস্ট) সেল চলছে, যেখানে অনেক স্মার্টফোনে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে রয়েছে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার এবং ১০% ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধাও। সুতরাং ফ্লিপকার্ট-এর মাধ্যমে আপনি যে দারুণ সাশ্রয়ে একটি মোবাইল ফোন পকেটস্থ করতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই! আসুন এখন Flipkart Month End Mobile Fest সেলের অফারগুলি এক নজরে দেখে নেওয়া যাক…
Flipkart Month End Mobile Fest সেলে সস্তায় কেনা যাবে এই ফোনগুলি
আপনি যদি বর্তমানে সস্তায় ৫জি (5G) ফোন কেনার পরিকল্পনা করেন তাহলে আপনি Vivo T1 5G ব্যবহার করে দেখতে পারেন; এই ফোনটি এখন ১৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও, আপনি ৯,৯৯৯ টাকায় Redmi 10 কিনতে পারবেন। যেখানে Oppo Reno 7 5G এবং Xiaomi 11i Hypercharge কিনতে যথাক্রমে ২৫,৯৯৯ টাকা এবং ২১,৯৯৯ টাকা লাগবে।
অন্যদিকে ১১,০০০ টাকার কাছাকাছি রেঞ্জে মিলবে Realme 9i স্মার্টফোনটি। এটি কিনতে আগ্রহীদের ১১,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। আবার Samsung-এর Galaxy F22 সেলে বিক্রি হচ্ছে ৯,৯৯৯ টাকায়। এছাড়াও, ক্রেতারা Redmi Note 10T 5G মডেল ১০,৭৪৯ টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে Poco M3 Pro 5G ফোনটি ১২,৯৯৯ টাকায় পাওয়া যাবে। একইভাবে Redmi Note 10 Pro কিনতে ১৪,৯৯৯ টাকা, Infinix Note 11 কিনতে ৯,৭৪৯ টাকা এবং Poco X4 Pro 5G কিনতে ১৮,৯৯৯ টাকা লাগবে।
Realme ব্র্যান্ডের কথা বললে, সেলে Realme 9 Pro ফোনটি ১৭,৯৯৯ টাকায় খরিদ করা যাবে। একইভাবে Realme 8 স্মার্টফোনটি পাওয়া যাবে ১২,৯৯৯ টাকায়। অন্যদিকে Realme GT 2 Pro কিনতে চাইলে ৪৪,৯৯৯ টাকা লাগবে।
অফার সম্পর্কে বিস্তারিত জানতে বা কেনাকাটা করতে Flipkart-এর 'Mobile' সেকশনটি একবার ঘুরে দেখতে পারেন…