মাত্র ৩৪৭ টাকা মাসিক কিস্তিতে কিনে নিন স্মার্টফোন, শুরু হল Flipkart Month-End Mobiles Fest সেল

By :  SUPARNA
Update: 2022-04-25 09:24 GMT

Flipkart Month-End Mobiles Fest: সেল আনার ক্ষেত্রে Flipkart এর জুড়ি মেলা ভার। সম্প্রতি Summer Fest সেল শেষ হতে না হতেই 'Month-End Mobiles Fest' নামক আরেকটি সেলের আয়োজন করলো এই ই-কমার্স প্ল্যাটফর্মটি। যেখানে, ডিসকাউন্টের পাশাপাশি, নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ বোনাস এবং 'কমপ্লিট মোবাইল প্রটেকশন' এর মতো নানাবিধ অফার লাইভ থাকছে। সাথে Axis ব্যাঙ্কের সাথে অংশীদারিত্বে সেলটি নিয়ে আসায়, উক্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাই আপনারা যদি পুরোনো ফোন আপগ্রেড করার প্ল্যান করে থাকেন, তবে এটাই সর্বোত্তম সময় তথা সুযোগ। কেননা, এই সেলটি চলাকালীন আপনারা Xiaomi 11i Hypercharge 5G, Vivo T1 5G, Redmi 10, Infinix Hot 11 2022 এবং OPPO Reno7 5G স্মার্টফোনগুলিকে উল্লেখিত অফার সহ নূন্যতম ৩৪৭ টাকার ইএমআই প্রদান করে বাড়ি নিয়ে আসতে পারবেন। চলুন এবার Flipkart এর 'Month-End Mobiles Fest' সেলে আলোচ্য ৫টি 5G ও 4G স্মার্টফোনের সাথে কিরূপ অফার এবং ছাড় দেওয়া হচ্ছে তা বিশদে জেনে নেওয়া যাক।

Flipkart Month-End Mobiles Fest সেলে স্মার্টফোন অফার

Xiaomi 11i Hypercharge 5G: ফ্লিপকার্টে চলমান সেলে, শাওমির এই ৫জি কানেক্টিভিটি সহ আসা স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ভ্যারিয়েন্টকে ফ্লাট ৫,০০০ টাকা ডিসকাউন্টের সাথে ২৬,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। জানিয়ে রাখি ফোনটির আসল দাম ৩১,৯৯৯ টাকা। অফারের কথা বললে,এই হ্যান্ডসেটকে উপলব্ধ স্ট্যান্ডার্ড ইএমআই অপশনের অধীনে কিনতে চাইলে, প্রতি মাসে নূন্যতম ৯৩৬ টাকা প্রদান করতে হবে। আবার পুরোনো মোবাইলের পরিবর্তে এই নয়া স্মার্টফোন কিনলে ১৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। আর এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু প্রাপ্ত করতে পারলে ফোনটিকে মাত্র ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন আপনারা।

Vivo T1 5G: ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে আসা ভিভো টি১ ৫জি স্মার্টফোনের আসল দাম ২০,৯৯৯ টাকা হলেও, সীমিত সময়ের জন্য এটিকে ৪,০০০ টাকা ডিসকাউন্টের সাথে মাত্র ১৬,৯৯০ টাকায় কেনা যাবে। অফার হিসাবে, যেসকল ক্রেতারা এই মডেলটিকে স্ট্যান্ডার্ড ইএমআই অপশনের অধীনে খরিদ করতে চান, তাদের মাসিক নূন্যতম ৫৮৯ টাকা প্রদান হবে। পুরোনো ফোনের পরিবর্তে এটিকে কিনলে ১৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। এই সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু যারা হস্তগত করতে পারবেন, তারা মাত্র ৩,৯৯০ টাকায় ফোনটি কিনে নিতে পারবেন।

Redmi 10: আপনারা যদি ফ্লিপকার্টের মাধ্যমে ৪ জিবি পুরোনো ও ৬৪ জিবি স্টোরেজ সহ আসা রেডমি ১০ স্মার্টফোনটি কেনেন, তবে ফ্লাট ৪,০০০ টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। যারপর, ফোনটির দাম ১৪,৯৯৯ টাকা থেকে নেমে ১০,৯৯৯ টাকা হয়ে যাবে। তবে, খরিদ্দারীর সময়ে যারা ফুল পেমেন্ট করতে ইচ্ছুক নন, তারা মাসিক নূন্যতম ৩৮২ টাকার স্ট্যান্ডার্ড ইএমআই অপশন উপলব্ধ পেয়ে যাবেন। আবার, পুরনো ফোন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ১০,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু যারা পেতে সক্ষম হবেন, তারা ফোনটিকে অবিশ্বাস্য ৫৪৯ টাকায় পকেটস্থ করে নিতে পারবেন।

Infinix Hot 11 2022: ইনফিনিক্স হট ১১ ২০২২ এডিশন স্মার্টফোনের ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ফ্লাট ৩,০০০ টাকার ডিসকাউন্টের সাথে মাত্র ৯,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া আপনারা এই স্মার্টফোনকে স্ট্যান্ডার্ড ইএমআই অপশনের অধীনে কিনতে পারবেন। এর জন্য আপনাদের প্রতি মাসে নূন্যতম ৩৪৭ টাকা প্রদান করতে হবে। এছাড়া, পুরনো ফোন আপগ্রেড করলে ৯,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু যারা পেয়ে যাবেন, তারা এই ফোনটি মাত্র ৫৯৯ টাকা খরচ করে কিনে নিতে পারবেন।

Oppo Reno 7 5G: ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে আসা ওপ্পো রেনো ৭ ৫জি ফোনকে সেলে ৮,৯৯১ টাকা ডিসকাউন্টের সাথে মাত্র ২৮,৯৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে। এই মডেলের আসল দাম ৩৭,৯৯০ টাকা। সেলে উপলব্ধ স্ট্যান্ডার্ড ইএমআই অপশনের অধীনে এই ফোনকে কিনলে, ক্রেতাদের প্রতি মাসে সর্বনিম্ন ৯৯২ টাকা দিতে হবে। আর, পুরনো মোবাইলের পরিবর্তে এই নয়া হ্যান্ডসেটটি কিনলে দেওয়া হবে ১৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। এই সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু যারা পেয়ে যাবেন, তারা এই ফোনটি ১৫,৯৯৯ টাকা খসিয়ে পকেটস্থ করে নিতে পারবেন।

Tags:    

Similar News