সস্তায় iPhone 12 বা iPhone 12 mini কিনতে চান? Flipkart এবং Amazon দিচ্ছে বাম্পার ডিসকাউন্ট
আপনি যদি এই মুহূর্তে একটি নতুন আইফোন (iPhone) কিনতে আগ্রহী থাকেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে বড়ো সুখবর! আসলে বর্তমানে জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon (অ্যামাজন) এবং Flipkart (ফ্লিপকার্ট) উভয়েই iPhone 12 (আইফোন ১২) এবং iPhone 12 mini (আইফোন ১২ মিনি)-তে বেশ কয়েকটি আকর্ষণীয় অফার দিচ্ছে, যার সুবাদে ক্রেতারা অনেকটা কম দামে এই নজরকাড়া হ্যান্ডসেটগুলিকে পকেটস্থ করতে সক্ষম হবেন। তবে একটা কথা বলে রাখি যে, এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য লাইভ থাকছে। ফলে বেশি দেরি করলে কিন্তু এরকম সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই যদি আপনি আইফোন কেনার জন্য মনস্থির করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি পড়ে অফারগুলি সম্পর্কে বিশদে জেনে নিয়ে এখনই পছন্দের মডেলটি অর্ডার করে ফেলুন।
দুটি iPhone মডেলে Amazon-এর অফার
আপনাদের জানিয়ে রাখি, ৬৫,৯০০ টাকা দামের আইফোন ১২-এর ৬৪ জিবি মডেলটি অ্যামাজনে ১৭ শতাংশ ছাড়ে ৫৪,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ই-কমার্স সাইটটি ১৮,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও অফার করছে, যার ফলে মাত্র ৩৬,০০০ টাকায় ক্রেতারা একটি নতুন ঝাঁ-চকচকে আইফোন ১২ মডেল কিনতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আপনি যে ফোনটি এক্সচেঞ্জ করছেন, সেটির বর্তমান অবস্থা তথা গুণমানের ওপর নির্ভর করবে যে আপনি কত টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন। এদিকে, এই প্ল্যাটফর্মে ১৩% ছাড়ের দরুন আইফোন ১২-এর ১২৮ জিবি মডেলটি ৭০,৯০০ টাকার পরিবর্তে ৬১,৯০০ টাকায় পকেটস্থ করতে পারবেন ক্রেতারা। এক্ষেত্রেও ১৮,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধাটি উপলব্ধ রয়েছে। উপরন্তু, দুটি ভ্যারিয়েন্টের জন্যই অ্যামাজন নির্বাচিত কিছু ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটার ক্ষেত্রে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং নো-কস্ট ইএমআই-এর সুবিধাও প্রদান করছে। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে, আইফোন ১২ মিনি ফোনটি আপাতত কেবল প্রাইম মেম্বারদের জন্য অ্যামাজনে উপলব্ধ রয়েছে।
দুটি iPhone মডেলে Flipkart-এর অফার
আগেই বলেছি যে, ফ্লিপকার্ট থেকেও আইফোন ১২ এবং আইফোন ১২ মিনি মডেল দুটি বিশেষ ছাড়ে কেনার সুযোগ পাবেন ক্রেতারা৷ বর্তমানে ৬৫,৯০০ টাকা দামের আইফোন ১২-এর ৬৪ জিবি মডেলটি ফ্লিপকার্টে ৮ শতাংশ ছাড়ের পর ৫৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ক্রেতারা আরও ৩,০০০ টাকা কমে অর্থাৎ ৫৬,৯৯৯ টাকায় এই হ্যান্ডসেটটিকে পকেটস্থ করতে সক্ষম হবেন। অন্যদিকে, ফোনটির ৭০,৯০০ টাকা মূল্যের ১২৮ জিবির সমস্ত কালার ভ্যারিয়েন্ট ই-কমার্স সাইটটিতে ৬৪,৯৯৯ টাকায় বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। তবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে ক্রেতারা আরও ৩,২৫০ টাকা কমে অর্থাৎ ৬১,৭৪৯ টাকায় এই মডেলগুলি কিনতে পারবেন।
এর পাশাপাশি ফ্লিপকার্টে উপলব্ধ বাম্পার অফারের সুবাদে আইফোন ১২ মিনির ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৫৯,৯০০ টাকার পরিবর্তে ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। তদুপরি, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ক্রেতারা আরও ২,৫০০ টাকা কমে অর্থাৎ ৪৭,৪৯৯ টাকায় এই হ্যান্ডসেটটিকে পকেটস্থ করতে সক্ষম হবেন। অন্যদিকে, ফোনটির ৭৪,৯০০ টাকা মূল্যের ২৫৬ জিবি-র সমস্ত কালার ভ্যারিয়েন্ট ই-কমার্স সাইটটি থেকে ৬৪,৯৯৯ টাকায় কেনা যাবে। তবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে ক্রেতারা আরও ৩,২৫০ টাকা কমে অর্থাৎ ৬১,৭৪৯ টাকায় এই মডেলগুলি কিনতে সক্ষম হবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি যে, ফোনটির দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই ১২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা দিচ্ছে ফ্লিপকার্ট। তাই নিজের পকেটে এই নজরকাড়া হ্যান্ডসেটগুলিকে রাখতে চাইলে আজই ই-কমার্স সাইট থেকে পছন্দের ডিভাইসটি কিনে নিন।