OTT Content New Policy: ওটিটি প্ল্যাটফর্মে আর দেখা যাবে না প্রাপ্তবয়স্কদের কনটেন্ট, নতুন নিয়ম আনছে সরকার

OTT Content New Policy - সরকারের তরফে ওভার দ্য টপ (ওটিটি) পরিষেবা নিয়ন্ত্রণে নতুন নীতি প্রস্তাব করা হল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান বুধবার ২৩ অক্টোবর এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। এই মুহূর্তে খসড়া নীতিটির জন্য জনসাধারণের প্রতিক্রিয়া চাওয়া হয়েছে।

Update: 2024-10-26 13:34 GMT

সরকারের তরফে ওভার দ্য টপ (ওটিটি) পরিষেবা নিয়ন্ত্রণে নতুন নীতি প্রস্তাব করা হল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান বুধবার ২৩ অক্টোবর এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। এই মুহূর্তে খসড়া নীতিটির জন্য জনসাধারণের প্রতিক্রিয়া চাওয়া হয়েছে। প্রতিক্রিয়া সংগ্রহের পরে, একে সংসদে উপস্থাপন করা হবে। উল্লেখ্য বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে নানান অভিযোগ উঠতে শুরু করেছে। যথেচ্ছভাবে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট প্রচার করার চেষ্টা চলছে বলে অনেকেই ওটিটি প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।

এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ওটিটি প্ল্যাটফর্মগুলি স্ব-নিয়ন্ত্রক নিয়মের অধীনে চলে। তারা এখন সাধারণত একটি কনটেন্ট দেখানোর আগে ডিসক্লেইমারের মাধ্যমে দর্শকদের সতর্ক করে থাকে। কোন কনটেন্ট কাদের দেখা উচিত তা ডিসক্লেইমারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। যদিও এরপরও অনেক অভিযোগ আসছে। ওটিটি প্ল্যাটফর্মগুলি দর্শক বৃদ্ধি করার জন্য প্রাপ্তবয়স্কদের কনটেন্টের আগে সুচতুর ভাবে ডিসক্লেইমার প্রদর্শন করছে।

এছাড়া কিছু ওটিটি প্ল্যাটফর্ম নিয়মিতভাবে এই নির্দেশিকা উপেক্ষা করে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট দেখাতে শুরু করেছে বলে অনেকে অভিযোগ করেছে। পাশাপাশি তারা সরকারকে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ন্ত্রণ করার জন্য নতুন নীতি আনার আর্জি জানিয়েছে। যার ভিত্তিতে সরকার এখন নতুন নীতি প্রস্তাব করছে। সরকার দর্শকদের আগ্রহকে সম্মান জানিয়ে স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রতিক্রিয়া চাইছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

বেসরকারি এফএম চ্যানেলে সংবাদ সম্প্রচার হতে পারে

এদিকে বেসরকারি এফএম চ্যানেলগুলিকে সংবাদ বুলেটিন সম্প্রচারের অনুমতি দেওয়ার কথাও ভাবছে সরকার। বর্তমানে, কেবল সরকার পরিচালিত রেডিও চ্যানেল, আকাশবাণী (অল ইন্ডিয়া রেডিও) মাধ্যমে খবর প্রচারিত হয়। বেসরকারি এফএম রেডিও স্টেশনগুলি অনুমোদন পেলে তারাও সংবাদ পরিবেশন করতে পারবে।

Tags:    

Similar News