100MP ক্যামেরা ও 6000mah ব্যাটারির সঙ্গে লঞ্চ হতে পারে Honor Magic 7 সিরিজ

Update: 2024-07-16 06:34 GMT

অনার সবে চীনে বুক স্টাইলের ফোল্ডেবল ফোন ম্যাজিক ভি৩ এবং ম্যাজিক ভি৩এস লঞ্চ করেছে। জানিয়ে রাখি, অনার ম্যাজিক ৬ এই বছর জানুয়ারি মাসে বাজারে এসেছিল। এবার ফোনটির সাক্সেসর ম্যাজিক ৭ সিরিজ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এটি বিলিয়ন পিক্সেল ক্যামেরার সঙ্গে আসবে বলে খবর পাওয়া গিয়েছে, অর্থাৎ এতে ১০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর এক সূত্র অনুযায়ী, অনার ম্যাজিক ৭ সিরিজে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি ও কোম্পানির নিজস্ব ইমেজিং আর্কিটেকচার থাকবে। ব্যাটারি লাইফের কথা বললে, স্মার্টফোনটি ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসতে পারে।

অনার ম্যাজিক ৭ কেমন ফটোগ্রাফি পারফরম্যান্স অফার করবে, তা জানতে পূর্বসূরীর ক্যামেরা সিস্টেম সম্পর্কে আলোচনা করা যেতে পারে। অনার ম্যাজিক ৬ মডেলের প্রাইমারি ক্যামেরাটি প্রো এফ/১.৪-২.০ ভ্যারিয়েবল অ্যাপারচার অফার করে। ম্যাজিক ৬ ও ম্যাজিক ৬ প্রো উভয় ফোনেই ৫০ মেগাপিক্সেল ১/১.৩" মেইন সেন্সর উপলব্ধ। এতে উপস্থিত ওমনিভশন ক্যামেরায় ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ডাইনামিক রেঞ্জ বর্তমান বলে দাবি করা হয়েছে।

অনার ম্যাজিক ৬ ও ম্যাজিক ৬ প্রো-র টেলিফটো ক্যামেরাটা আলাদা। রেগুলার ও প্রো ভার্সন ২.৫x টেলিফটো লেন্সের সঙ্গে এসেছে। প্রথমটিতে ৩২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকলেও, প্রো মডেলে সেটি ১৮০ মেগাপিক্সেলের। যদিও দুই ফোনে আল্ট্রাওয়াইড ক্যামেরার জন্য ৫০ মেগাপিক্সেলের একই ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Tags:    

Similar News