আপনার প্রোফাইলের জন্য WhatsApp QR কোড কীভাবে তৈরি করবেন জেনে নিন

By :  techgup
Update: 2022-04-19 07:57 GMT

নিত্যনতুন ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা করা বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ)-এর জন্য নতুন কিছু নয়। সম্প্রতি সংস্থাটি একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার সুবাদে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে URL-এর মাধ্যমে আপনার প্রোফাইল শেয়ার করতে পারবেন। WhatsApp-এর ফিচার ট্র্যাকার WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ২.২২.৯.৮ বিটা আপডেটে এই ফিচারটির রেফারেন্স পাওয়া গেছে। রিপোর্টে বলা হয়েছে যে, নতুন শেয়ার প্রোফাইল বাটনের সাহায্যে আপনি আপনার প্রোফাইলে একটি লিঙ্ক তৈরি করতে সক্ষম হবেন, যা অন্যান্য ব্যবহারকারীদের আপনার সাথে চ্যাট করার অনুমতি দেবে।

উল্লেখিত রিপোর্টে শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, সেটিংস ট্যাবের অধীনে আপনার প্রোফাইল পিকচারের পাশে নতুন বাটনটি উপলব্ধ হবে। যারা জানেন না তাদের বলে রাখি, হোয়াটসঅ্যাপ বর্তমানে আপনার প্রোফাইলের একটি QR কোড তৈরি করার জন্য একটি অপশন অফার করে, যা আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শেয়ার করতে পারেন। এটি ব্যবহারকারীদের আপনার ফোন নম্বর ছাড়াই সহজেই আপনার কাছে পৌঁছানোর অনুমতি দেয়। এই প্রতিবেদনে কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের জন্য একটি QR কোড তৈরি করতে হয়, সে বিষয়ে আমরা আপনাকে জানাতে চলেছি। এর জন্য আপনি নীচের স্টেপগুলি ধাপে ধাপে অনুসরণ করতে পারেন।

Android ফোনে প্রোফাইলের QR কোড কীভাবে বার করবেন

১. আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

২. স্ক্রিনের উপরের ডান দিকের কোণে তিনটি ডট বাটনে ক্লিক করুন।

৩. মেনুর মধ্যে সেটিংসে ট্যাপ করুন।

৪. আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামের পাশে QR কোড আইকনে ট্যাপ করুন।

৫. আপনার গ্যালারিতে QR কোডটিকে সেভ করার জন্য একদম ওপরে থাকা শেয়ার আইকনে ট্যাপ করুন।

Apple iPhone-এ প্রোফাইলের QR কোড কীভাবে বার করবেন

১. আপনার আইফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

২. স্ক্রিনের নীচের ডান দিকের কোণে সেটিংস বিকল্পটিতে ট্যাপ করুন।

৩. আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামের পাশে QR কোড আইকনে ট্যাপ করুন।

৪. আপনার গ্যালারিতে QR কোডটিকে সেভ করার জন্য একদম ওপরে শেয়ার আইকনে ট্যাপ করুন।

এক্ষেত্রে মনে রাখবেন যে, আপনি QR কোডের মাধ্যমে আপনার প্রোফাইল শেয়ার করলেও অন্যান্য ব্যবহারকারীরা কিন্তু আপনার ফোন নম্বরটি পেয়ে যাবেন, কেননা এটি আপনার প্রোফাইলের একটি অংশ।

Tags:    

Similar News