Windows Malware: আপনার কম্পিউটার বা ল্যাপটপে থাকবে না কোনো ভাইরাস, এই সেটিংস করুন
নিজের উইন্ডোজ/Windows কম্পিউটারে বিপজ্জনক ম্যালওয়্যারের উপদ্রব কামনা করবেন, সংসারে তেমন ইউজার প্রায় নেই বললেই চলে! কারণ ভিন্ন ভিন্ন উৎস থেকে কম্পিউটারে হানা দিলেও, সব ম্যালওয়্যার মূলত একটিই কাজ করে যা হল সিস্টেমের ক্ষতিসাধন। ইন্টারনেট ব্যবহারের সময় এই ম্যালওয়্যারগুলি আমাদের মেশিনে প্রবেশ করে। যদি আপনার অজ্ঞাতসারে ব্রাউজার হোমপেজ, সার্চ ইঞ্জিন, এমনকি ডেস্কটপের ওয়ালপেপার পরিবর্তিত হয়, তবে আপনার সিস্টেম ম্যালওয়্যারের দ্বারা আক্রান্ত হয়ে থাকতে পারে। তাছাড়া অন্য সময়ের থেকে কম্পিউটার বেশি গরম হলে বা ধীরগতিতে চললেও, তাতে ম্যালওয়্যারের হাত থাকতে পারে। এহেন পরিস্থিতিতে নিচের ধাপগুলি অনুসরণ করে ইউজার নিজের Windows সিস্টেমকে সম্পূর্ণ 'ম্যালওয়্যার মুক্ত' করতে পারেন।
নিজের উইন্ডোজ সিস্টেম ম্যালওয়্যার মুক্ত করুন এভাবে
১। প্রথমেই 'Windows+R' শর্টকাট কি'তে ক্লিক করে 'run' অ্যাপ ওপেন করুন।
২। 'mrt' টাইপ করে 'OK' ক্লিক করুন।
৩। এবার আপনার সামনে - 'Windows Malicious Software Removal Tool' ওপেন হবে। 'Next' বাটন সিলেক্ট করুন।
৪। এরপর আপনি 'scan type' পেজটিতে পৌঁছে যাবেন। এক্ষেত্রে Quick scan, Full Scan এবং Customised Scan, এই ৩টি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে হবে। যে ধরনের স্ক্যান করতে ইচ্ছুক, তা বেছে নিন।
৫। এর ফলে উল্লিখিত Tool মেশিন থেকে যাবতীয় ধরনের ম্যালওয়্যার মুছে ফেলবে।
- এভাবে ক্ষতিকর ম্যালওয়ারের উপস্থিতি টের পেলেই একজন নিমেষে কম্পিউটার থেকে তা ডিলিট করতে পারবেন। এছাড়া সবসময় নিজের উইন্ডোজ কম্পিউটারের সিকিউরিটি আপ-টু-ডেট রাখতে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন।
১। শুরুতে, নিজের পার্সোনাল কম্পিউটারে (PC) Windows Security Setting ওপেন করুন।
২। 'Virus & threat protection' সিলেক্ট করুন।
৩। স্ক্রল করে নিচে যান এবং 'Microsoft Defender Antivirus options' -এ ক্লিক করুন।
৪। এবার 'periodic scanning' অপশনে গিয়ে টগল (Toggle) অন করতে হবে।
৫। এর ফলে নির্দিষ্ট সময় অন্তর স্ক্যানের দ্বারা আপনার পিসি (PC) পুরো নিরাপদ থাকবে।