Infinix Zero 20: সাশ্রয়ী মূল্যে বাজারে আসছে ইনফিনিক্স জিরো ২০, পেল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন

By :  SUPARNA
Update: 2022-08-19 07:46 GMT

গতপরশু অর্থাৎ ১৭ই আগস্ট ভারতে পা রেখেছে Infinix Hot 12। লঞ্চের রেশ কাটতে না কাটতেই আগামী সপ্তাহ অর্থাৎ ২৬শে আগস্ট Infinix Note 12 Pro 4G এদেশে আসবে বলে জানা গেছে। এখন আবার এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে, ইন্দোনেশিয়ান টেলিকম সার্টিফিকেশন ওয়েবসাইটে Infinix Zero 20 নামক একটি নতুন ডিভাইসকে উপস্থিত হতে দেখা গেছে, ফলে এই ফোনটিও শীঘ্রই লঞ্চ হতে পারে। সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনটির ফিচার বা ডিজাইন সম্পর্কিত বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এর মার্কেটিং নাম এবং মডেল নম্বরের বিশদ প্রকাশ্যে এসেছে।

Infinix Zero 20 স্মার্টফোন অনুমোদিত হল Indonesia Telecom দ্বারা

টিপস্টার মুকুল শর্মার একটি সাম্প্রতিক টুইট অনুসারে, ইনফিনিক্সের একটি নতুন স্মার্টফোনকে সম্প্রতি ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। যেখানে এই আপকামিং ডিভাইসকে "ইনফিনিক্স জিরো ২০" নামে তালিকাভুক্ত করা হয়েছে এবং এটি X6821 মডেল নম্বর বহন করবে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া উক্ত স্মার্টফোনের সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি সাইটে।

নাম দেখে অনুমান করা হচ্ছে যে, ইনফিনিক্স জিরো ২০ ডিভাইসটি হয়তো সাশ্রয়ী প্রাইজ ট্যাগ সহ আসবে এবং মিড-রেঞ্জ সেগমেন্টের অধীনে লঞ্চ হতে পারে। তবে ফোনটির দাম বা ফিচার সংক্রান্ত বিশদ বিবরণ এখনও বেশ সংক্ষিপ্ত। তাই এই বিষয়ে আরো জানতে আমাদের সংস্থার দ্বারা টিজার রিলিজের জন্য অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, ইনফিনিক্স জিরো ২০ স্মার্টফোনের সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও, অপর একটি আপকামিং হ্যান্ডসেট Infinix Zero Ultra 5G -এর একাধিক ফিচার সম্প্রতি ফাঁস হয়েছে অনলাইনে। আসুন উক্ত ফোনের সম্ভাব্য ফিচার-তালিকাটি দেখে নেওয়া যাক।

ইনফিনিক্স জিরো আল্ট্রা ৫জি -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Infinix Zero Ultra 5G Expected Specifications)

ইনফিনিক্স জিরো আল্ট্রা ৫জি ৬.৭-ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে প্যানেল সহ আসবে, যার ডিজাইন হবে সেন্টার্ড পাঞ্চ-হোল স্টাইল। এতে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ বর্তমান থাকতে পারে। আর ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ওএস দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, উক্ত মডেলে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি পোর্ট্রেট টেলিফটো লেন্স এবং একটি ম্যাক্রো শুটার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেখা যাবে৷ আর ডিভাইসের সামনে হয়তো একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ইনফিনিক্স জিরো আল্ট্রা ৫জি -তে ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে বলে জানা গেছে।

Tags:    

Similar News