এক ধাক্কায় প্রায় ১১ হাজার টাকা সস্তা হল iPhone 12, সীমিত সময়ের অফার

By :  SUPARNA
Update: 2022-07-07 05:26 GMT

অপেক্ষার আর মাত্র ২ মাস বাকি! তার পরই পর্দা উঠানো হবে Apple বিকশিত 'নেক্সট জেনারেশন' আইফোন সিরিজ, iPhone 14 -এর উপর থেকে। তবে নতুন সিরিজ আসার আগেই পূর্ববর্তী সিরিজের বিভিন্ন মডেলগুলিকে ভারী ডিসকাউন্টের সাথে বিক্রি করতে শুরু করেছে অনলাইন শপিং পোর্টালগুলি। যেমন ই-কমার্স ওয়েবসাইট Amazon বর্তমানে ১২তম প্রজন্মের আইফোন সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের সাথে ফ্লাট ১৫% ডিসকাউন্ট দেওয়ার‌ কথা ঘোষণা করেছে। পাশাপাশি, উপলব্ধ এক্সচেঞ্জ বোনাস ও ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে উক্ত মডেলটিকে অবিশ্বাস্য ২০,০০০ টাকা সাশ্রয় করে কিনে নিতে পারবেন আপনারা। তবে আগেই বলে দিই এই অফারটি সীমিত সময়ের জন্য লাইভ থাকছে। তাই এরূপ সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার আগেই চলুন Apple iPhone 12 ফোনের অফার-তালিকা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Apple iPhone 12 দাম ও অফার

অ্যাপল আইফোন ১২ ফোনের ১২৮ জিবি স্টোরেজ অপশনের আসল বিক্রয় মূল্য ৭০,৯০০ টাকা। কিন্তু ই-কমার্স সাইট অ্যামাজনে উক্ত মডেলটিকে সীমিত সময়ের জন্য ফ্লাট ১৫% ডিসকাউন্টের সাথে ৫৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। ডিসকাউন্টের পাশাপাশি, একাধিক অফারও উপলব্ধ।

যেমন, যেসকল ক্রেতারা Citi ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন, তাদের ১০% বা ১,৭৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার কিস্তিতে পেমেন্ট করতে চাইলে নো-কস্ট ইএমআই বিকল্পের অধীনেও ফোনটি কিনতে পারেন। এর জন্য আপনাকে প্রতি মাসে ২,৭৭৭ টাকার ইএমআই প্রদান করতে হবে। আর আপনারা যদি নিজেদের পুরানো মোবাইল আপগ্রেড করে ১২তম প্রজন্মের এই আইফোনটি কিনতে চান, তবে ১৯,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন। অতএব, সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু এবং যাবতীয় ডিসকাউন্ট সহ আইফোন ১২ -কে প্রায় ২০,০০০ টাকা সাশ্রয় করে কিনে নিতে পারবেন আপনারা। তবে আগেই জানিয়ে দিই, এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ আপনার পুরানো ফোনের বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থার উপর নির্ভর করবে।

Apple iPhone 12 স্পেসিফিকেশন

আইফোন ১২ মডেলে রয়েছে একটি ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর (XDR) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এটি এ১৪ (A14) বায়োনিক প্রসেসর সহ এসেছে। ফটোগ্রাফির জন্য, এই আইফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এগুলি হল – ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি তোলার জন্য ডিভাইস সামনে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। আইফোন ১২ মডেলে ২,৮১৫ এমএএইচ পাওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, এটি IP68 ওয়াটারপ্রুফ রেটিং প্রাপ্ত।

Tags:    

Similar News