হ্যাকারদের টার্গেটে iPhone থেকে MacBook, এখনই এই কাজ করার পরামর্শ দিল কেন্দ্রীয় সাইবার সংস্থা
iPhone iPad MacBook Users Under High Alert - সম্প্রতি নতুন সফটওয়্যার আপডেট আইওএস ১৮.১ প্রকাশ করেছে অ্যাপল। পুরানো সফটওয়্যারে প্রযুক্তিগত ত্রুটির কারণে কেউ যাতে সমস্যায় না পরে তার জন্য নতুন আপডেট ডাউনলোড করার নির্দেশ দিয়েছে অ্যাপল এবং কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম।
নির্ভরযোগ্য এবং নিরাপদ হওয়ায় ভারত তথা বিশ্বজুড়ে জনপ্রিয় আইফোন। কিন্তু, সম্প্রতি আইফোন ব্যবহারকারীদের সাইবার হানার ঝুঁকি সবথেকে বেশি বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। যে কারণে দ্রুত নতুন ওএস ভার্সন আইওএস ১৮.১ আপডেট করার কথা জানিয়েছে সংস্থাটি।
সাধারণত ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে একাধিক কার্যকরী ফিচার নিয়ে আসে অ্যাপল। নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেক আইফোনে পাঠানো হয় নতুন সফটওয়্যার আপডেট। কারণ পুরনো সফটওয়্যারে অনেক সময় কিছু প্রযুক্তিগত ত্রুটি থেকে যায়। সেটারই ফায়দা তুলে সাইবার প্রতারণা করে জালিয়াতরা।
সম্প্রতি নতুন সফটওয়্যার আপডেট আইওএস ১৮.১ প্রকাশ করেছে অ্যাপল। পুরানো সফটওয়্যারে প্রযুক্তিগত ত্রুটির কারণে কেউ যাতে সমস্যায় না পরে তার জন্য নতুন আপডেট ডাউনলোড করার নির্দেশ দিয়েছে অ্যাপল এবং কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম।
পুরনো সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে নিরাপত্তা সিস্টেম বাইপাস করে ইউজারদের ব্যক্তিগত তথ্য লোপাট করতে পারে হ্যাকারদের দল। কিন্তু নতুন সফটওয়্যার অর্থাৎ আইওএস ১৮.১ এ তা করা যাবে না বলে জানিয়েছে অ্যাপল। কারণ এই আপডেটে যা যা ত্রুটি ছিল তা ঠিক করা হয়েছে।
কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, আইফোন ছাড়াও ঝুঁকি রয়েছে আইপ্যাডওএস, সাফারি, টিভিওস, ভিশনওএস, ওয়াচওএস এবং ম্যাকওএস সফটওয়্যারে। তাই এই সফটওয়্যারগুলির জন্য যে নতুন আপডেট লঞ্চ করা হয়েছে অ্যাপলের তরফে সেটি দ্রুত ইন্সটল করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সাইবার সংস্থা।
প্রসঙ্গত, আইওএস ১৮.১ সিস্টেমে শুধু প্রযুক্তিগত ত্রুটি ঠিক করা হয়নি, রয়েছে একাধিক নতুন ফিচার, যার মধ্যে অন্যতম অ্যাপল ইন্টেলিজেন্স সিস্টেম অর্থাৎ সংস্থার নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। এই অপারেটিং সিস্টেম ইন্সটল করলেই অ্যাপল ইন্টেলিজেন্স চ্যাটবটের সুবিধা নিতে পারবেন ইউজাররা।
এক্ষেত্রে ফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করে, সফটওয়্যার আপডেট অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে নতুন আইওএস ১৮.১ ইন্সটল করতে হবে ফোনে।