iPhone SE 4 Mass Production: সস্তা আইফোন এসই ৪ লঞ্চের তোড়জোড় শুরু অ্যাপলের, শুরু হচ্ছে প্রোডাকশন

iPhone SE 4 Mass Production - আইফোন এসই ৪ এর প্রোডাকশন শুরু হল ২০২৪ এর শেষের দিকে আইফোন এসই ৪ এর ব্যাপক উৎপাদন শুরু হবে। ডিসেম্বরের মধ্যে ডিভাইসটির ৮.৬ মিলিয়ন (৮৬ লক্ষ) ইউনিট তৈরির লক্ষ্যমাত্রা রেখেছে অ্যাপল। ধীরে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

Update: 2024-10-27 04:59 GMT

সস্তা আইফোন কেনার আরও একবার আপনার সামনে আসতে চলেছে। আসলে অ্যাপল আগামী বছরের প্রথম কোয়ার্টারে আইফোন এসই ৪ (iPhone SE 4) মডেল লঞ্চ করতে চলেছে। এর পূর্বসূরি আইফোন মডেলটি ২০২২ সালে বাজারে এসেছিল। ইতিমধ্যেই আইফোন প্রেমীদের মধ্যে এই বাজেট ফ্রেন্ডলি মডেলটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট এই আগ্রহ আরও বাড়িয়ে দেবে। আসলে নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে আইফোন ১৪ এর মতো ডিজাইন সহ আসবে আইফোন এসই ৪।

আইফোন এসই ৪ এর প্রোডাকশন শুরু হল

এছাড়া জনপ্রিয় অ্যানালিস্ট মিং ছি কুও গোপন সূত্রে আইফোন এসই ৪ এর প্রোডাকশন লাইন সম্পর্কে জানতে পেরেছে। তিনি জানিয়েছেন যে, ২০২৪ এর শেষের দিকে আইফোন এসই ৪ এর ব্যাপক উৎপাদন শুরু হবে। ডিসেম্বরের মধ্যে ডিভাইসটির ৮.৬ মিলিয়ন (৮৬ লক্ষ) ইউনিট তৈরির লক্ষ্যমাত্রা রেখেছে অ্যাপল। ধীরে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

কুও অনুমান করছেন যে, ২০২৫ সালের এপ্রিলে আইফোন এসই ৪ লঞ্চ হতে পারে। এর আগেও বিভিন্ন রিপোর্টে একই দাবি করা হয়েছিল। এছাড়া প্রোডাকশন এবছর শুরু হওয়ার অর্থ আগামী বছরের শুরুতে ডিভাইসটি আসবে। জানা গেছে আইফোন এসই ৪ এর কোডনেম ভি৫৯।

স্পেসিফিকেশনের কথা বললে, ২০২৫ সালে আসা আইফোন এসই (iPhone SE 2025) মডেলে ৬.০৬ ইঞ্চি ফ্লাট ডিসপ্লে আছে। এতে ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্রসেসর হিসেবে আইফোন এসই ৪ মডেলে এ১৮ বায়োনিক ব্যবহার করা হবে। ফোনটি ৮ জিবি এলপিডিডিআর৫ র‌্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি/ ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

Tags:    

Similar News