ফ্ল্যাগশিপ ফোনে 23000 টাকা অবধি ছাড়, জমজমাট অফার নিয়ে শুরু iQOO-র অ্যানিভার্সারি Sale
iQOO Anniversary Sale: Vivo-র হাত ধরে পথ চলা শুরু হলেও, এখন ভারতের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবেই পরিচিত iQOO। চীনা প্রতিষ্ঠানটি খুব অল্প সময়েই এই ব্যবসায়িক উন্নতির মুখ দেখেছে। সেক্ষেত্রে এখন তারা ভারতে উপস্থিতির চার বছর সোজা কথায় বললে চতুর্থ-বার্ষিকী উদযাপন করছে, যে উপলক্ষে iQOO গতকাল অর্থাৎ 9 এপ্রিল থেকে একটি 'ফোর্থ অ্যানিভার্সারি সেল' নিয়েও হাজির হয়েছে। এই সেল কোম্পানির ই-স্টোর এবং Amazon India-র মাধ্যমে অ্যাক্সেস করা যাবে।
উল্লেখ্য, আগামী 14 এপ্রিল পর্যন্ত এই বিক্রয়পর্ব লাইভ থাকবে, যেখানে নির্বাচিত iQOO ফ্ল্যাগশিপ, Neo এবং Z সিরিজের স্মার্টফোনগুলিতে ডিসকাউন্ট পাওয়া যাবে। আসুন, এখন সেলে উপলব্ধ কয়েকটি সেরা স্মার্টফোন অফার এক নজরে দেখে নেওয়া যাক…
অ্যানিভার্সারি সেলে এই ফোনগুলিতে অফার দিচ্ছে iQOO
১. iQOO Z9 5G: এই স্মার্টফোনটির দাম এমনিতে 19,999 টাকা, কিন্তু এখন কোম্পানির অ্যানিভার্সারি সেলে এটি 17,999 টাকার প্রারম্ভিক মূল্যে উপলব্ধ।
এতে 120 হার্টজ 6.67 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর, 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 5,000 এমএএইচ ব্যাটারি, ডুয়াল স্টিরিও স্পিকার এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।
২. iQOO Z7 Pro: স্মার্টফোনটির আসল দাম 26,999 টাকা, তবে কোম্পানির চতুর্থ বর্ষপূর্তিতে
এটি 23,999 টাকায় মিলছে৷
এটি 120 হার্টজ 6.78 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর, 66 ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্টযুক্ত 4,600 এমএএইচ ব্যাটারি এবং 64 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।
৩. iQOO Neo 7 Pro: এই ফোনটি এখন 5,000 টাকা অ্যানিভার্সারি ডিসকাউন্টে 34,999 টাকার বদলে 29,999 টাকায় পাওয়া যাবে।
হ্যান্ডসেটটিতে গ্লাস ডিজাইনের সাথে 120 হার্টজ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, ডেকা-কোর স্ন্যাপড্রাগন 8+ জেন 1 গেমিং প্রসেসর, 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ওআইএস (OIS) ফ্ল্যাগশিপ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।
৪. iQOO Neo 9 Pro: 35,999 টাকা মূল্যের এই আইকো স্মার্টফোনটি সেলে 32,999 টাকায় মানে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে।
এটিতে 144 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, ডুয়াল চিপ (স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর সাথে কোম্পানির সুপার কম্পিউটিং চিপ কিউ1), 120 ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্টযুক্ত 5,160 এমএএইচ ব্যাটারি, 50 মেগাপিক্সেল সনি ক্যামেরা ইত্যাদি ফিচার বর্তমান।
৫. iQOO 12: 52,999 টাকা দামের স্মার্টফোনটি এখন ছাড়ে 49,999 টাকায় বিক্রি হচ্ছে।
এতে 144 হার্টজ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসরের সাথে সুপার কম্পিউটিং চিপ কিউ1, 120 ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট এবং 50 মেগাপিক্সেল ফ্ল্যাগশিপ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে।
৬. iQOO 11: এই স্মার্টফোনটি সেলে সর্বোচ্চ 23,000 টাকার ছাড় পেয়েছে – যার ফলে এর দাম 64,999 টাকা থেকে কমে 41,999 টাকা হয়েছে।
ফিচার বলতে এতে 144 হার্টজ 2K E6 অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর, 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 50 মেগাপিক্সেল ওআইএস (OIS) ফ্ল্যাগশিপ ক্যামেরা পাবেন।