সস্তায় 5G স্মার্টফোন আনছে iQOO, পাবেন 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও IP64 রেটিং

Update: 2024-07-04 15:06 GMT

আইকো জেড ৯ লাইট ৫জি এই মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে। স্মার্টফোনটি আমাজনে এক্সক্লুসিভলি পাওয়া যাবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। অফিশিয়াল লঞ্চের আগে এবার ই-কমার্স প্ল্যাটফর্মটি একটি মাইক্রোসাইটের মধ্যে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে। চলুন দেখে নেই, আইকোর নতুন মডেলে কী কী থাকত চলেছে।

আমাজনের মাইক্রোসাইট অনুযায়ী, আইকো জেড ৯ লাইট ৫জি ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করবে। ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর ও একটি ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স থাকবে। এছাড়া, জল ও ধুলো থেকে রক্ষার জন্য মিলবে আইপি৬৪ রেটিং। ফোনটিতে ফ্ল্যাট ফ্রেম ও আয়তকার ক্যামেরা মডিউল বর্তমান।

আইকো জেড ৯ লাইট ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর সহ আসবে। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশন থাকতে পারে। এই ভ্যারিয়েন্টটি আনটুটু বেঞ্চমার্কিং সাইটে ৪,১৪,৫৬৪ পয়েন্ট পেয়েছে। সম্পূর্ণ স্পেসিফিকেশন বা দামের মতো বিস্তারিত তথ্য ১৫ জুলাই লঞ্চ ইভেন্টের পরেই বলা সম্ভব হবে।

উল্লেখ্য, আইকোর এই ফোন গত মাসে ভারতে লঞ্চ হওয়া ভিভো টি৩ লাইট-এর রিব্র্যান্ডেড ভার্সন বলে জল্পনা শোনা যাচ্ছে। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। অর্থাৎ ভিভোর মতো আইকোর ফোনটিও একটি এন্ট্রি লেভেল ৫জি স্মার্টফোন হতে চলেছে।

Tags:    

Similar News