JioFiber ও Jio AirFiber এর মধ্যে পার্থক্য কি, কোন ক্ষেত্রে কোনটি বেছে নেবেন

By :  techgup
Update: 2023-10-26 07:58 GMT

কোভিড-১৯ মহামারীর সময় থেকেই ঘরে ঘরে বাড়তে শুরু করে ব্রডব্যান্ডের উপস্থিতি। এর ফলে বর্তমান সময়ে ওয়াইফাই একটি নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে দাঁড়িয়েছে। মানুষের জীবনে ইন্টারনেটের গুরুত্ব এতটাই বেড়েছে যে, প্রিপেড বা পোস্টপেড প্ল্যান রিচার্জ করার চেয়ে ওয়াইফাই ইনস্টল করাই এখন বেশি সুবিধা জনক বলে মনে করেছেন অনেকে। আর তাই গ্রাহকদের এই প্রয়োজনের কথা মাথায় রেখে টেলিকম অপারেটররা বিভিন্ন ধরনের ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করে চলেছে। কিন্তু, যখন ব্রডব্যান্ড প্ল্যানের কথা আসে, তখন সবার প্রথমে মনে পড়ে Relaince Jio-র নাম। কারন, JioFiber তাদের গ্রাহকদের জন্য খুবই সস্তায় দুর্দান্ত ফাইবার প্ল্যান অফার করে।

এদিকে আবার Jio কিছুদিন আগেই Jio AirFiber লঞ্চ করেছে। এই Jio AirFiber হলো কোম্পানির 5G FWA (ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস) পরিষেবা, যা বর্তমানে শুধুমাত্র দেশের ৮টি শহরে উপলব্ধ৷ Jio AirFiber-এর মাধ্যমেও ব্যবহারকারীরা 5G নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। তাই এটি লঞ্চের পরে, অনেকেই ভাবছেন তাদের JioFiber নাকি Jio AirAFiber বেছে নেওয়া উচিত৷ তাই আজ আমরা এই সমস্যা সমাধানের জন্য এই প্রতিবেদনে দুটি পরিষেবার মধ্যে মূল পার্থক্য কি সেই সম্পর্কে আলোচনা করবো।

JioFiber এবং Jio AirAFiber-এর পার্থক্য

জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবারের মধ্যে পার্থক্য খুবই সামান্য। ভারতীয় নাগরিকরা যাতে হাই স্পিড ইন্টারনেট সার্ভিস অ্যাক্সেস করতে পারেন তার জন্যই উভয় পরিষেবা লঞ্চ করা হয়েছে। তবে, জিও এয়ার ফাইবার অপেক্ষাকৃত নতুন পরিষেবা। আর যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন চান, কিন্তু এখনো তাদের এলাকায় ফাইবার কালেকশন পৌঁছায়নি তাদের জন্য এটি উপযুক্ত।

প্রসঙ্গত, মুম্বাই সহ আরও কয়েকটি শহরের যে অঞ্চলে ফাইবার কানেকশন নেই, সেই সকল অঞ্চলের মানুষেরা জিও এয়ার ফাইবারের মাধ্যমে হাই স্পিড ৫জি ব্রডব্যান্ড ইন্টারনেট উপভোগ করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে, রাউটারটি বাড়িতে নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করায় আপনি এটিকে সর্বত্র সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না।

জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবারের প্ল্যানগুলিও আলাদা। আপনি যদি সাশ্রয়ী মূল্যের প্ল্যান রিচার্জ করতে চান, তাহলে জিও ফাইবার আপনার জন্য উপযুক্ত। তবে আপনি যদি ইন্টারনেট প্ল্যানের জন্য অধিক একটু বেশি পরিমাণে অর্থ খরচ করতে চান তাহলে আপনি জিও এয়ার ফাইবারের প্ল্যানগুলি দেখতে পারেন। উল্লেখ্য, এর প্ল্যানের মূল্য তুলনামূলকভাবে একটু বেশি হলেও এর সাথে ওটিটি সুবিধাগুলি পাওয়া যাবে।

আবার, Jio AirFiber-এর আরেকটি সুবিধা হল, আপনার এলাকায় ফাইবার অ্যাক্সেস না থাকলে, আপনি দ্রুত ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য 5G FWA-এর উপর নির্ভর করতে পারেন। তবে JioFiber দেশের বেশির ভাগ জায়গায় উপলব্ধ, কিন্তু Jio AirFiber দেশের ৮টি শহর ছাড়া অন্যত্র উপলব্ধ নয়।

Tags:    

Similar News