JioDive: ঘরে বসেই স্টেডিয়ামে খেলা দেখার মজা! আইপিএলের জন্য জিওর আশ্চর্য চমক
জিওসিনেমা (JioCinema) একটি নতুন ওভার-দ্য-টপ (OTT) প্ল্যাটফর্ম হলেও, এটি সম্প্রতি চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (IPL 2023) ক্রিকেট টুর্নামেন্টের জন্য অনেকগুলি নতুন ফিচার চালু করেছে৷ টেলিকম সংস্থা জিও (Jio)-র মালিকানাধীন প্ল্যাটফর্মটি চলতি বছরের আইপিএল শুরুর আগে ঘোষণা করেছিল যে, ইউজাররা বার্ডস আই ভিউ, স্টাম্প ক্যাম ভিউ এবং কেবল ক্যামেরা ভিউ সহ বিভিন্ন কোণ থেকে ম্যাচগুলি উপভোগ করতে পারবেন। প্ল্যাটফর্মটি দর্শকদের ৪কে (4K) রেজোলিউশনে আইপিএল দেখার সুযোগ করে দিয়েছে। আর এখন জিও একটি নতুন ভার্চুয়াল রিয়েলিটি (VR) হেডসেট লঞ্চ করেছে, যা আইপিএল দেখার অভিজ্ঞতাকে আরও উন্নততর করে তুলবে। এর নাম রাখা হয়েছে JioDive। নতুন ভিআর হেডসেটটি দর্শকদের স্টেডিয়ামে খেলা দেখার অভিজ্ঞতা অনুকরণ করতে এবং ৩৬০ ডিগ্রি ভিউ সহ আইপিএল ম্যাচ দেখতে দেবে। আসুন তাহলে ভারতে JioDive-এর দাম ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতে JioDive মূল্য এবং স্পেসিফিকেশন
জিও দ্বারা লঞ্চ করা নতুন জিওডাইভ ভিআর হেডসেটের সাহায্যে ব্যবহারকারীরা ঘরে বসে স্টেডিয়ামের মতো অভিজ্ঞতা পেতে পারেন। লঞ্চের সময় নতুন ভিআর হেডসেটটি ভারতে ১,২৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ। পেটিএম ওয়ালেট (Paytm Wallet)-এর মতো ডিজিট্যাল ওয়ালেট ব্যবহার করে এই হেডসেটটি কিনলে, ব্যবহারকারীরা ৫০০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন। গ্রাহকরা কোম্পানির অনলাইন স্টোর জিওমার্ট (JioMart)-এ জিওডাইভ ভিআর হেডসেটের জন্য অর্ডার দিতে পারেন। এই হেডসেটটি একমাত্র কালো রঙের বিকল্পে এসেছে।
ভিআর-এ আইপিএল ম্যাচ দেখার জন্য হেডসেটটিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা একটি আইফোনের সাথে যুক্ত করতে হবে। ভিআর-এ আইপিএল দেখার জন্য দর্শকদেরও জিওইমার্স (JioImmerse) অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ। এটি লক্ষণীয় যে, জিওডাইভ একটি আদর্শ অভিজ্ঞতার জন্য ৬.৭ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন আকারের ফোনগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে, হেডসেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে একটি স্মার্টফোনের ন্যূনতম ৪.৭ ইঞ্চি ডিসপ্লে থাকতে হবে।
JioDive ভিআর হেডসেটটি নিমগ্ন অভিজ্ঞতা প্রদানের জন্য পেয়ার করা ডিভাইসের জাইরোস্কোপ এবং অ্যাক্সিলোমিটার ব্যবহার করবে। এছাড়াও, জিও ভিআর হেডসেট পেয়ার করার জন্য ব্যবহারকারীদের কাছে অ্যান্ড্রয়েড ৯ বা আইওএস ১৫ চালিত স্মার্টফোন থাকতে হবে। দর্শকরা এটিতে এমন অভিজ্ঞতা পাবেন, যাতে মনে হবে তারা যেন ১০০ ইঞ্চি ভার্চুয়াল স্ক্রিনে আইপিএল দেখছেন। ডিভাইসটিতে ভার্চুয়াল রিয়েলিটিতে সহজে নেভিগেট করতে এবং ইন্টারঅ্যাক্ট করার জন্য একটি ক্লিক বাটনও রয়েছে।
এছাড়া, JioDive-এ লেন্সগুলিকে ফাইন-টিউন করতে এবং দর্শকের ফিট অনুযায়ী ফোকাস অ্যাডজাস্ট করতে সাহায্য করার জন্য হেডসেটটি অ্যাডজাস্টমেন্ট হুইলের সাথে সজ্জিত। একটি সেন্ট্রাল হুইলও রয়েছে, যা আরও ভাল দেখার অভিজ্ঞতার জন্য ডবল ইমেজ দূর করতে সাহায্য করে।
উল্লেখ্য, জিও-এর ওয়েবসাইট প্রকাশ করেছে যে জিওইমার্স অ্যাপ অ্যাক্সেস করতে ব্যবহারকারীদের একটি জিও ৪জি, জিও ৫জি বা জিও ফাইবার সংযোগ থাকতে হবে। ব্যবহারকারীরা তাদের JioDive হেডসেটে যুক্ত করার আগে তাদের ওয়্যার্ড ইয়ারফোন বা ব্লুটুথ-এনেবল অডিও ডিভাইসগুলিকে তাদের ফোনে সংযুক্ত করতে পারেন। যেসব ইউজারদের কাছে জিও ভিআর হেডসেট রয়েছে তারা জিওসিনেমা অ্যাপে অন্যান্য কন্টেন্টও দেখতে পারবেন।