রোজ ৩ জিবি পর্যন্ত ডেটা সহ আনলিমিটেড কল, কম দামে Jio-র এই প্ল্যানগুলি দেয় বিশেষ সুবিধা

By :  SUPARNAMAN
Update: 2022-04-11 11:10 GMT

গ্রাহকদের তুষ্ট রাখতে ভারতের এক নম্বর টেলিকম অপারেটর সংস্থা Reliance Jio নানান মূল্যের প্রিপেইড প্ল্যান নিয়ে বাজারে উপস্থিত। তাই সংস্থার গ্রাহকেরা নিজেদের দরকার অনুযায়ী রিচার্জের সুযোগ পান। এক্ষেত্রে কারো একাধিক নজরকাড়া ওটিটি (OTT) সুবিধা বিশিষ্ট প্ল্যান পছন্দ, তো কেউ আবার ভারী ডেটা সুবিধার সঙ্গে আগত প্ল্যান বেছে নিতে পছন্দ করেন।

ঠিক একইভাবে আবার প্ল্যানের ভ্যালিডিটি বা বৈধতার প্রশ্নেও গ্রাহকদের মধ্যে পছন্দের রকমফের রয়েছে। যেমন কেউ কেউ অপেক্ষাকৃত দীর্ঘ ভ্যালিডিটির প্ল্যান পছন্দ করেন। আবার বহু গ্রাহকের পছন্দ অল্প বা মাঝারি বৈধতা সহ আগত প্ল্যান। এই শেষোক্ত পক্ষের গ্রাহকদের কথা বিবেচনা করে আলোচ্য প্রতিবেদনে আমরা এমন কিছু Jio প্রিপেইড প্ল্যান সম্পর্কে আলোচনা করব, যারা অল্প এবং মাঝারি ভ্যালিডিটিতে একাধিক লাভজনক সুবিধা প্রদানের জন্য জনপ্রিয়।

স্বল্প ও মাঝারি ভ্যালিডিটির সঙ্গে আগত লাভজনক Jio প্রিপেইড প্ল্যান

এক্ষেত্রে শুরু থেকেই আমরা ৪৯৯ টাকার জিও প্রিপেইড প্ল্যানের কথা বলতে পারি। গত নভেম্বর-ডিসেম্বরে (২০২১) ট্যারিফ মূল্যবৃদ্ধির পরে জিও আলোচ্য প্ল্যানটিকে তাদের পোর্টফোলিওয় যোগ করে। পুরো ২৮ দিনের ভ্যালিডিটি সহ আগত এই প্ল্যান প্রাত্যহিক ২ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা যোগাবে। এছাড়া আলোচ্য প্ল্যান Jio Prime Membership এবং ১ বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশনের সাথে উপলব্ধ।

২৮ দিনের স্বল্প মেয়াদে রোজ আরেকটু বেশি ডেটা খরচের জন্য আগ্রহীদের ৬০১ টাকার জিও প্রিপেইড প্ল্যান বেছে নিতে হবে। এটি দৈনিক ৩ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের পাশাপাশি অফুরন্ত ভয়েস কল করার সুযোগ প্রদান করবে। তাছাড়া এই প্ল্যান রিচার্জের ফলে পুরো ১ বছরের Disney+ Hotstar ও একাধিক Jio App -এর অ্যাক্সেস বিনামূল্যে মিলবে।

পরিশেষে বলতে হয় ৭৯৯ টাকার বিনিময় উপলব্ধ জিও প্রিপেইড প্ল্যানের কথা, যা ৫৬ দিনের মাঝারি পরিষেবা মেয়াদে উপলব্ধ। ট্যারিফ মূল্যবৃদ্ধির আগে Jio'র এই প্ল্যানের মূল্য ছিলো ৬৬৬ টাকা। এটি ১ বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশন এবং Jio TV, Jio Cinema ছাড়া আরো কিছু জিও অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস প্রদান করবে। সর্বোপরি ৭৯৯ টাকার Jio প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা সহ ২ জিবি ডেটা এবং ১০০ এসএমএস খরচের সুবিধা মিলবে।

Tags:    

Similar News