Lava Blaze Sale: ১৫০০ টাকা ছাড় সহ বিনামূল্যে হেডফোন, আজই কিনুন সস্তা লাভা ব্লেজ স্মার্টফোন
Lava Blaze চলতি মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। আজ দুপুর ১২টা থেকে ফোনটির সেল শুরু হবে। ই-কমার্স সাইট Flipkart থেকে ফোনটি কেনা যাবে। সেল অফার হিসেবে Lava Blaze ক্রেতারা একটি ১৫০০ টাকা দামের ইয়ারফোন ও ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট পাবেন। ফিচার হিসেবে এই ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও২২ প্রসেসর, পাঞ্চ-হোল ডিজাইনের HD+ ডিসপ্লে প্যানেল, ১৩ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Lava Blaze ফোনের দাম, সেল অফার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Lava Blaze ফোনের দাম ও সেল অফার
লাভা ব্লেজ ফোনের ৩ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৬৯৯ টাকা রাখা হয়েছে। ফোনটি গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু, গ্লাস গ্রিন এবং গ্লাস রেড কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।
লঞ্চ অফার হিসেবে, যে সব ক্রেতা লাভা ব্লেজ কিনবেন তারা বিনামূল্যে Probuds 21 ব্লুটুথ হেডসেট বিনামূল্যে পাবেন। আবার SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ১৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
Lava Blaze ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
Lava Blaze স্মার্টফোনের সামনে ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) IPS ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আবার ফোনটির পিছনে LED ফ্ল্যাশ লাইট সহ এআই (AI) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেল। এই রিয়ার সেন্সরগুলি – এইচডিআর, প্যানোরামা, পোট্রেট, বিউটি এবং টাইম-ল্যাপস ফটোগ্রাফি সহ একাধিক ক্যামেরা মোড ও ফিল্টারের সাথে প্রিলোডেড হয়ে এসেছে।
পারফরম্যান্সের জন্য Lava Blaze ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসাবে এই ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিন পাওয়া যাবে। এতে ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। আর মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
সিকিউরিটির জন্য Lava Blaze সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার সহ এসেছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ফুল চার্জে ৪০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম এবং দীর্ঘ ২৫ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে কোম্পানির দাবি।