Nothing Phone 1 লঞ্চের তারিখ জানা যাবে চলতি সপ্তাহেই, থাকবে OLED ডিসপ্লে
ওয়ানপ্লাস (OnePlus)-এর সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই দ্বারা প্রতিষ্ঠিত নয়া মার্কিন প্রযুক্তি সংস্থা নাথিং (Nothing) বিগত কয়েক মাস ধরেই তাদের ব্র্যান্ডের সর্বপ্রথম স্মার্টফোন, Nothing Phone 1-এর ওপর কাজ করছে। শোনা যাচ্ছে, এই হ্যান্ডসেটটি শীঘ্রই ভারত সহ বিশ্বের বিভিন্ন বাজারে উন্মোচিত হবে। আর এবার নাথিংয়ের পক্ষ থেকে নিশ্চিতভাবে জানানো হয়েছে যে, Nothing Phone 1 খুব শীঘ্রই লঞ্চ করা হবে, তবে সংস্থার তরফে এখনও লঞ্চের সঠিক তারিখটি প্রকাশ করা হয়নি। আবার এর পাশাপাশি এক টিপস্টার এই বহুচর্চিত হ্যান্ডসেটটির ডিসপ্লে সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে ফাঁস করেছেন। শোনা যাচ্ছে, Nothing Phone 1-এ বেজেল লেস ডিজাইন সহ ওলেড (OLED) ডিসপ্লে দেখা যাবে। প্রসঙ্গত এর আগেই জানা গেছে যে, আসন্ন ডিভাইসটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং স্বচ্ছ ব্যাক প্যানেলের সাথে আসবে। ভারতে Nothing Phone 1 জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে উপলব্ধ হবে।
Nothing Phone 1-এর লঞ্চের দিন ঘোষণা হবে চলতি সপ্তাহেই
নাথিং সম্প্রতি একটি টুইট করে, যেখানে শুধুমাত্র "This week" অর্থাৎ 'এই সপ্তাহে' কথাটি লেখা রয়েছে। মনে করা হচ্ছে, এটি নাথিং ফোন ১-এর লঞ্চের তারিখ ঘোষণার একটি ইঙ্গিত। তবে এখনও অবশ্য স্মার্টফোনটির সঠিক লঞ্চের তারিখ এবং মূল স্পেসিফিকেশনগুলি উল্লেখ করেনি সংস্থা।
অন্যদিকে, টিপস্টার টেক ড্রয়েডার (@techdroider) টুইটারে নাথিং ফোন ১-এর ডিসপ্লে স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন। টুইট অনুযায়ী, হ্যান্ডসেটটি ১,০৮০x২,৪০০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৫৫ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। ডিসপ্লে প্যানেলে সমতল প্রান্ত দেখা যাবে এবং ডিসপ্লের নিম্নাংশে পুরু বেজেল থাকবে না বলেই আশা করা হচ্ছে। তাই এটি ব্যবহারকারীর একটি ফুল-স্ক্রিনের অভিজ্ঞতা দিতে পারে।
এছাড়া, সম্প্রতি সংস্থা দ্বারা প্রকাশিত একটি টিজারে উল্লেখ করা হয় যে, Nothing Phone 1 একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত হবে। এটি অ্যান্ড্রয়েড ভিত্তিক নাথিং ওএস (Nothing OS)- কাস্টম স্কিনে চলবে বলে নিশ্চিত করা হয়েছে। হ্যান্ডসেটটি ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট সহ আসবে এবং এতেও সম্ভবত Nothing Ear 1 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের মতো একটি স্বচ্ছ কেস থাকবে, যার মাধ্যমে এর অভ্যন্তরীণ উপাদানগুলি দেখা যাবে।
উল্লেখ্য, পূর্বের একটি রিপোর্টে ইঙ্গিত করা হয় যে, আগামী ২১ জুলাই Nothing Phone 1-এর ওপর থেকে পর্দা সরানো হবে। রিপোর্ট অনুযায়ী, এটির দাম হতে পারে প্রায় ৫০০ ইউরো (আনুমানিক ৪১,৪০০ টাকা)। এই হ্যান্ডসেটটি ভারতের বাজারে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে বিক্রি করা হবে। প্রসঙ্গত, গত বছর Nothing Ear 1 ইয়ারবাডটি বিক্রি করার জন্য সংস্থা প্রথম এই ই-কমার্স সাইটের সাথেই অংশীদারিত্ব করে। ফ্লিপকার্ট আসন্ন ডিভাইসটির লঞ্চের প্রচারের জন্য একটি ডেডিকেটেড ওয়েবপেজও তৈরি করেছে।