Nothing Phone 1 আগামী ১২ জুলাই বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে, পাওয়া যাবে Flipkart থেকে
নাথিং (Nothing) অবশেষে তাদের ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন হিসেবে, Nothing Phone 1-এর লঞ্চের তারিখটি ঘোষণা করেছে। জানা গেছে ওয়ানপ্লাস (OnePlus)-এর সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই-এর নেতৃত্বে, লন্ডনে এই হ্যান্ডসেটটি আগামী ১২ জুলাই একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে উন্মোচন করা হবে এবং কোম্পানির অফিসিয়াল চ্যানেলগুলির মাধ্যমে এই ইভেন্টটি সরাসরি দেখা যাবে। প্রসঙ্গত, এর আগে সংস্থা নিশ্চিত করেছে যে Nothing Phone 1-এ স্বচ্ছ ব্যাক প্যানেল থাকবে এবং এতে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। হ্যান্ডসেটটি ভারতে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে বিক্রি হবে এবং এটি অ্যান্ড্রয়েড ভিত্তিক নাথিং ওএস (Nothing OS) কাস্টম স্কিনে রান করবে। আবার Nothing Phone 1-এ একটি Qualcomm Snapdragon প্রসেসর থাকবে বলেও জানিয়েছে সংস্থা।
Nothing Phone 1 আসছে আগামী মাসের প্রথমার্ধেই
নাথিং একটি নতুন টিজার প্রকাশ করে ঘোষণা করেছে যে, আগামী ১২ জুলাই নাথিং ফোন ১ হ্যান্ডসেটটি লঞ্চ করা হবে। 'রিটার্ন টু ইনস্টিনক্ট' নামক এই ভার্চুয়াল লঞ্চ ইভেন্টটির সূচনা হবে রাত ৮.৩০ টায় (ভারতীয় সময়) এবং সংস্থার অফিসিয়াল ইউটিউব (YouTube) চ্যানেলের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি লাইভস্ট্রিম করা হবে। আগ্রহী গ্রাহকরা এখন নাথিংয়ের ওয়েবসাইটে ইভেন্ট সম্পর্কে নোটিফিকেশন পেতে সাইন আপ করতে পারেন। ব্র্যান্ডটি লঞ্চের জন্য মিডিয়া আমন্ত্রণও পাঠিয়েছে। তবে আসন্ন ফোনটির দামের বিবরণ এখনও সামনে আসেনি।
অন্যদিকে, পরিচিত টিপস্টার যোগেশ ব্রার (@heyitsyogesh) ইতিমধ্যেই তার একটি টুইটে দাবি করেছেন যে, ফোনটি স্থানীয়ভাবে তৈরি করা হবে, যা নির্মাণের খরচ নিয়ন্ত্রণ করতে পারে। শীঘ্রই নাথিং ফোন ১-এর গণ উৎপাদন শুরু হবে বলেও আশা করা হচ্ছে।
তবে লঞ্চের আগে যুক্তরাজ্য-ভিত্তিক ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি তার প্রথম স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু বিবরণ প্রকাশ করেছে। অতি সম্প্রতি, কোম্পানির একটি অভ্যন্তরীণ রিপোর্টে ঘোষণা করা হয়েছে যে, Nothing Phone 1 -এও Nothing Ear 1 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের মতো স্বচ্ছ ডিজাইন থাকবে। স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন দ্বারা চালিত হবে। এটি অ্যান্ড্রয়েড ভিত্তিক নাথিং ওএস (Nothing OS) কাস্টম স্কিনে চলবে বলে নিশ্চিত করা হয়েছে। ভারতীয় ক্রেতারা Nothing Ear 1 মতোই এই হ্যান্ডসেটটিও ফ্লিপকার্টের মাধ্যমে কিনতে পারবেন। এই ই-কমার্স ওয়েবসাইটটি Nothing Phone 1 লঞ্চ করার জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজও তৈরি করেছে।
উল্লেখ্য, বহু চর্চিত Nothing Phone 1-এর স্পেসিফিকেশন এর আগে একাধিকবার অনলাইনে ফাঁস হয়েছে। এটি ১,০৮০x২,৪০০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৫৫ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে সহ আসতে পারে। ডিসপ্লে প্যানেলে ফ্ল্যাট এজ থাকবে বলেও আশা করা হচ্ছে।