Oben Rorr Electric Motorcycle Launched: লাখের কমে দেশীয় প্রযুক্তিতে নির্মিত বৈদ্যুতিক বাইক বাজারে এল, 150 কিমি রেঞ্জ

By :  SUMAN
Update: 2022-03-15 12:10 GMT

বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা Oben EV আজ ভারতের বাজারে তাদের প্রথম ব্যাটারিচালিত মোটরসাইকেল, Rorr লঞ্চ করল৷ ইলেকট্রিক মোটরসাইকেলটির বিশেষত্ব, এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবং ভারতের মাটিতেই তৈরি হয়েছে। এই নেকেড স্ট্রিটফাইটার বৈদ্যুতিক বাইকের ডিজাইন এক কথায় চমকপ্রদক বলা যায়। কারণ বাজারে অন্যান্য বাইকের তুলনায় এর ডিজাইন সম্পূর্ণ ভিন্ন৷ এছাড়াও বিভিন্ন আধুনিক ফিচার সহ হাজির হয়েছে এটি। Oben Rorr-এর দাম, স্পেসিফিকেশন, ও ফিচারগুলির বিষয়ে এবার জেনে নেওয়া যাক৷

ওবেন রোর ফিচার্স ও ডিজাইন (Oben Rorr Features & Design)

ওবেন রোর একটি বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহযোগে এসেছে, যেখানে গতিবেগ, ব্যাটারিতে চার্জ কতটা রয়েছে এবং অবশিষ্ট চার্জে কতটা পথ অতিক্রম করা যাবে সেই তথ্য ভেসে উঠবে। এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল ড্রাইভিং অ্যালার্ট সিস্টেম, থেফ্ট প্রোটেকশন, নেভিগেশান টেলিফোনি ভেহিকেল, ডায়াগনস্টিক, নিকটবর্তী চার্জিং স্টেশনের খোঁজ সহ কানেক্টেড টেকনোলজি। এতে আবার রয়েছে তিনটি রাইডিং মোড।

কেতাদুরস্ত ডিজাইনের ইলেকট্রিক বাইকটিতে রয়েছে এলইডি ডিআরএল সহ একটি গোল হেডল্যাম্প, একটি দীর্ঘ হ্যান্ডেল বার, ফুয়েল ট্যাঙ্কের ন্যায় দেখতে চার্জিং মাসকুলার ও শার্প প্যানেল , স্প্লিট সিট, এলইডি টেললাইট এবং এলইডি উইঙ্কার।

ওবেন রোর ব্যাটারি, রেঞ্জ এবং মোটর (Oben Rorr Battery, Range & Motor)

ওবেন রোর একটি ৪.৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক সহ হাজির হয়েছে। এর ইলেকট্রিক মোটর থেকে ১৩.৪ বিএইচপি শক্তি এবং ৬২ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০০ কিমি। আবার ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে এতে সময় লাগবে মাত্র ৩ সেকেন্ড। একবার পুরো চার্জে এর রেঞ্জ ১৫০ কিমি, যা বাস্তবেও মিলবে বলে দাবি করেছে সংস্থাটি।

ওবেনের এই দাবি যদি সত্যি হয়, তবে এটি হবে দেশের সর্বাধিক রেঞ্জের ইলেকট্রিক মোটরসাইকেল। তবে সবচেয়ে আকর্ষণের বিষয় হল ১৫ অ্যাম্পিয়ার সকেটে মাত্র দু'ঘন্টায় ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করা যাবে। বাইকের সামনে টেলিস্কোপিক ফোর্ক এবং পেছনে মোনোশক সাসপেনশন রয়েছে। আবার সিবিএস সহ দু’চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক।

ওবেন রোর দাম ও প্রতিদ্বন্দ্বী (Oben Rorr Price & Rivals)

কেন্দ্রের ফেম-টু এবং রাজ্য সরকারের ভর্তুকি ধরে মহারাষ্ট্রের ওবেন রোর-এর দাম সবচেয়ে কম৷ ৯৯,৯৯৯ টাকা৷ আর কর্ণাটক, তামিলনাড়ু, ও তেলেঙ্গানায় দাম সর্বোচ্চ৷ ১,২৪,৯৯৯ টাকা৷ ইলেকট্রিক বাইকের বাজারে Revolt RV400 ও Tork Kratos -এর সাথে Oben Rorr এর জোরদার টক্কর চলবে।

Tags:    

Similar News