চোখ ফেরাতে পারবেন না, OnePlus Nord 4 বাজারে আসতেই হইচই ফেলবে, সামনে এল পোস্টার
ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোন আগামী ১৬ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগে, ফোনটির অফিসিয়াল পোস্টার সামনে এসেছে, যাতে ফোনটি খুব সুন্দর দেখাচ্ছে এবং এর সমস্ত কালার ভ্যারিয়েন্ট প্রকাশিত হয়েছে। লুকিং দেখে বলা যায় লঞ্চ হওয়ার সাথে সাথেই বাজারে সাড়া ফেলবে ওয়ানপ্লাস নর্ড ৪। আসুন এর সমস্ত স্পেসিফিকেশন সহ দাম জেনে নেওয়া যাক।
সামনে এল ওয়ানপ্লাস নর্ড ৪ এর পোস্টার
ওয়ানপ্লাস ক্লাব এক্স (এর আগে টুইটার) প্ল্যাটফর্মে আসন্ন নর্ড ৪ স্মার্টফোনের পোস্টার শেয়ার করেছে। জানা গেছে এটি ফ্ল্যাট ফ্রেমের সাথে উপস্থিত হবে। ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি ফোনের ডান প্রান্তে থাকবে, আর বাম দিকে থাকবে অ্যালার্ট স্লাইডার। ব্যাক প্যানেলের কথা বললে, ওয়ানপ্লাস গত বছরে আসা নর্ড ৩ এর উল্লম্ব ক্যামেরা সেটআপ এই বছর আর ব্যবহার করতে চাইছে না।
পরিবর্তে ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে দুটি অনুভূমিক অবস্থানে একটি ক্যামেরা রিং দেখা যাবে এবং ডান দিকে উলম্বভাবে দুটি এলইডি ফ্ল্যাশ থাকবে।
ছবিতে দেখা যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে ডুয়েল টোন ব্যাক প্যানেল থাকবে। ক্যামেরা সেন্সরের নীচের অংশটি চকচকে ফিনিশ সহ আসবে এবং প্যানেলের বাকি অংশে একটি ধাতব ফিনিশ দেখা যাবে। এমন ডিজাইন আমাদের পিক্সেল স্মার্টফোনের প্রথম প্রজন্মের কথা মনে করিয়ে দেয়।
ওয়ানপ্লাস নর্ড ৪ এর স্পেসিফিকেশন
টিপস্টার সঞ্জু চৌধুরী তার এক্স পোস্টে ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। টিপস্টারের মতে, এতে ১.৫কে রেজোলিউশন সহ ৬.৭৪-ইঞ্চি ওলেড টায়ানমা ডিসপ্লে দেখা যাবে। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ২১৫০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এতে পারফরম্যান্সের জন্য থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসরের সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
স্মার্টফোনটিতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪, এনএফসি, আইআর ব্লাস্টারের মতো ফিচার পাবেন। ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস নর্ড ৪ ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৮-মেগাপিক্সেল সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে এবং সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।
ওয়ানপ্লাস নর্ড ৪ এর দাম
টিপস্টারের দাবি, ওয়ানপ্লাস নর্ড ৪ এর দাম শুরু হবে ৩১,৯৯৯ টাকা থেকে। এর অর্থ হল ফোনটির প্রারম্ভিক মূল্য ওয়ানপ্লাস নর্ড ৩ এর চেয়ে কম রাখা হবে। গতবছরে পূর্বসূরির প্রাইমারি ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৩,৯৯৯ টাকা।