PAN-Aadhaar Link বা আপডেট করার আগে SBI ও HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য জরুরি বার্তা
গত কয়েক বছরে দেশে SMS ফিশিং স্ক্যামের ঘটনা অনেক বেড়েছে। বিভিন্ন আলোচিত বিষয়কে কেন্দ্র করে সাধারণ মানুষকে ভুয়ো SMS পাঠিয়ে বিপদে ফেলা হচ্ছে। সম্প্রতি যেমন অনেকেই প্যান কার্ড বা আধার কার্ড (Pan Card or Aadhaar Card) আপডেট করার জন্য ভুয়ো SMS পেয়েছেন বলে অভিযোগ সামনে এসেছে। যেখানে বলা হচ্ছে প্যান কার্ড বা আধার কার্ড আপডেট না করলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। অধিকাংশ মানুষ এই ধরনের মেসেজ এড়িয়ে যান, কিন্তু অনেকেই এই ধরনের মেসেজের কারণে প্রতারণার শিকার হচ্ছেন। আসলে যত দিন যাচ্ছে, মানুষ তত বেশি অনলাইন লেনদেন শুরু করেছে। ইউজারদের এই প্রবণতাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। কখনও কার্ড ব্লক বা কখনও লটারি জেতার নামে নিরীহ মানুষের কষ্টের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। গ্রাহকদের এই প্রতারণা থেকে রক্ষা করতে সতর্কবার্তা জারি করেছে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)।
Pan Card ও Aadhaar Card নিয়ে চলমান জালিয়াতি নিয়ে সতর্ক করল HDFC ও SBI Bank
যত দিন যাচ্ছে সাইবার প্রতারণার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে ইন্টারনেট ও টাকা পয়সার সঙ্গে জড়িত প্রতিটি বিষয়েই আরও বেশি করে সচেতন থাকা প্রয়োজন। সাইবার সেলে প্রতিদিন ব্যাঙ্কিং বা ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত হাজারো জালিয়াতির অভিযোগ নথিভুক্ত হয়। এক সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালে ভারত জুড়ে অনলাইন ব্যাঙ্কিং জালিয়াতির ৯ হাজারেরও বেশি ঘটনা ঘটেছে। সম্প্রতি এক নতুন ধরনের প্রতারণা এসেছে বাজারে। বিশেষত HDFC , SBI ব্যাঙ্কের গ্রাহকদের এই ফাঁদে ফেলছে প্রতারকরা।
HDFC ব্যাঙ্কের গ্রাহকদের, একেবারে ব্যাঙ্কের কায়দাতেই SMS পাঠাচ্ছে প্রতারকরা। তার মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে একটি লিঙ্ক। বলা হচ্ছে, 'এই লিঙ্কে ক্লিক করে এখনই KYC আপডেট করে নিন।' অনেকেই এটি ব্যাঙ্কের থেকে পাঠানো SMS ভেবে ক্লিক করছেন। আর তাতেই বড় কেলেঙ্কারির শিকার হচ্ছেন তাঁরা। এই বিষয়ে HDFC-র এর গ্রাহক টুইটারে তাঁর কাছে আসা মেসেজের ছবি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, তাঁর কাছে আসা মেসেজে লেখা, 'HDFC গ্রাহক, আজ থেকে আপনার HDFC নেট ব্যাঙ্কিং স্থগিত করে দেওয়া হবে। এই জাতীয় লিঙ্কে ক্লিক করেই বড়সড় প্রতারণার ফাঁদে পড়ছেন গ্রাহকরা। কারণ লিঙ্কে ক্লিক করলে একটি ভুয়ো ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হচ্ছে এবং অজান্তেই ফোনে রিমোট অ্যাকসেস অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে।। যেটি ব্যবহার করে UPI অ্যাপ থেকে শুরু করে OTP, সবকিছুরই তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব হয়ে যাচ্ছে।
ব্যাঙ্ক বলেছে, বিভিন্ন উপায়ে প্রতারকরা সাধারণ মানুষের টাকা হাতাতে পারে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় উপায় হল ফিশিং লিংক পাঠানো মেসেজের মাধ্যমে। বিশেষ করে সাধারণ মানুষ যখন ব্যাঙ্কের নামে কোনও ফিশিং লিংক পায় তখন তারা ভয় পেয়ে সেটা সবার আগে ক্লিক করে ফেলেন সত্য মিথ্যা যাচাই না করেই। অনেক সময় তাই প্রতারকরা KYC বা প্যান আপডেটের নাম করে ভুয়ো মেসেজ পাঠায়।
গ্রাহকদের ফিশিং কেলেঙ্কারি সম্পর্কে সতর্ক করে HDFC ও SBI ব্যাঙ্ক এই জাতীয় কোনও নম্বরে রিপ্লাই বা লিঙ্কে ক্লিক না করতে অনুরোধ করেছে। এইচডিএফসি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করেছে। ব্যাঙ্ক বলেছে, 'KYC বা PAN আপডেট করার বিষয়ে প্রাপ্ত সন্দেহজনক বার্তাগুলিতে নজর দেবেন না। এর সঙ্গে পাঠানো লিঙ্কগুলিতেও ক্লিক করবেন না। এই ধরনের প্রতারকদের থেকে নিজেকে বাঁচান। মনে রাখবেন, ব্যাঙ্ক কোনও বার্তা পাঠালে, তা ব্যাঙ্কের অফিসিয়াল ID HDFCBK/HDFCBN থেকে পাঠানো হবে। অন্য কোনও লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।'