Data Breach: সাইবার হামলায় ফাঁস লাখো লাখো Paytm Mall ইউজারের তথ্য, দাবি অস্বীকার করল সংস্থা
ভারতে UPI (ইউপিআই) পরিষেবার জন্য Paytm (পেটিএম) যেমন গ্রাহকদের মধ্যে জনপ্রিয়, ঠিক তেমনই এই সংস্থার Paytm Mall (পেটিএম মল) নামজাদা ই-কমার্স সাইটগুলির অন্যতম প্রতিদ্বন্দ্বীও বটে। কিন্তু এই Paytm Mall প্ল্যাটফর্মেই এবার বড়সড় সাইবার হামলার খবর পাওয়া গেছে। এমনিতে সাম্প্রতিক সময়ে ম্যালওয়্যার আক্রমণ, হ্যাকিং জাতীয় সাইবার হামলা কোনো নতুন বিষয় নয়। তবে অস্বস্তির ব্যাপার এটাই যে, এই ঘটনার জেরে Paytm-এর গুরুত্বপূর্ণ অংশটি থেকে ৩৪ লাখ ইউজারের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এই ডেটা ব্রিচ বা তথ্য ফাঁসের বিষয়টি নিশ্চিত করেছে Have I Been Pwned (হ্যাভ আই বিন পোনড্) নামক ওয়েবসাইট, যদিও সংস্থা নিজে গোটা বিষয়টি অস্বীকার করেছে।
দু বছর আগে ডেটা ব্রিচের শিকার হয়েছে Paytm Mall
শুনলে অবাক হবেন, হালফিলে নয় বরঞ্চ গত ২০২০ সালে পেটিএম মল সাইবার আক্রমণের শিকার হয়। আর এই আক্রমণের দরুন ওই সময় প্ল্যাটফর্মটির যে সমস্ত ডেটা ফাঁস হয় তার মধ্যে রয়েছে – ইউজারদের ইমেইল আইডি ফোন নম্বর, বাড়ির ঠিকানা, জন্ম তারিখ, আয়ের অবস্থা এবং শেষ কেনাকাটার বিশদ। এখন প্রশ্ন হচ্ছে এতদিন পর কেন বিষয়টি সামনে এসেছে? সেক্ষেত্রে বলি, সম্প্রতি হ্যাভ আই বিন পোনডে্র একটি পুরনো রিপোর্ট টুইট করেছেন এই ওয়েবসাইটের প্রধান ট্রয় হান্ট। আর সেই রিপোর্টের প্রেক্ষিতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে হইচই!
সাইবার হামলা হয়নি বলে দাবি Paytm Mall-এর
এই মুহূর্তে পেটিএম মলের ডেটা ব্রিচের প্রসঙ্গ চর্চায় থাকলেও, সংস্থাটি স্পষ্টভাবে এই জাতীয় হ্যাকিংয়ের কথা অস্বীকার করেছে। প্ল্যাটফর্মটির মুখপাত্র জানিয়েছেন যে, ২০২০ সালে হওয়া ডেটা ফাঁসের দাবি মিথ্যা এবং সমস্ত ইউজারদের ডেটা সুরক্ষিত রয়েছে। শুধু তাই নয়, হ্যাভ আই বিন পোনড্ ওয়েবসাইটে ডেটা ফাঁসের তথ্য ভুলভাবে আপলোড হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তবে গোটা বিষয়টির সমাধানের জন্য পেটিএম মল, ফায়ারফক্স (Firefox)-এর সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে বলে জানা গিয়েছে। এছাড়া ফায়ারফক্স মনিটর একটি লিঙ্কও প্রকাশ করেছে যাতে ব্যবহারকারীরা পেটিএম মলের ডেটা লিক সম্পর্কে তথ্য পেতে পারেন।
Paytm Mall ডেটা ব্রিচে আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা কীভাবে জানবেন?
যদি আপনার সন্দেহ হয় যে, Paytm Mall-এর ৩৪ লক্ষ ডেটা ফাঁসের মধ্যে আপনার ডেটাও অন্তর্ভুক্ত রয়েছে, তাহলে আপনি Firefox Monitor বা https://haveibeenpwned.com/ ওয়েবসাইটে গিয়ে সার্চ বারে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখে চেক করতে পারেন।