Poco M4 5G বাজেট রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ 29 এপ্রিল লঞ্চ হচ্ছে, দেখে নিন বাকি বিশেষত্ব
গত কয়েক সপ্তাহ ধরেই স্মার্টফোন ব্র্যান্ড পোকোর আপকামিং স্মার্টফোন Poco M4 5G স্মার্টফোনটি নিয়ে জল্পনা চলছে। এমনকি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে ফোনটিকে স্পট করা হয়েছে এবং এর বেশ কয়েকটি রেন্ডারও প্রকাশ্যে এসেছে, যা এর আসন্ন লঞ্চের দিকেই ইঙ্গিত দিয়েছে। সেই মতোই স্মার্টফোন ব্র্যান্ডটির ভারতীয় শাখার তরফে Poco M4 5G ফোনের লঞ্চের তারিখটি ঘোষণা করা হল। পোকো নিশ্চিত করেছে, চলতি মাসের ২৯ তারিখ ভারতে এই নতুন স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে।
Poco M4 5G চলতি মাসেই আসছে ভারতের বাজারে
পোকো ইন্ডিয়ার তরফে টুইট করে ঘোষণা করা হয়েছে যে, পোকো এম৪ ৫জি এই মাসের শেষেই লঞ্চ হবে। এই স্মার্টফোনের লঞ্চ ইভেন্টটি আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং এটি লঞ্চের পর জনপ্রিয় ভারতীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart.com)-এর মাধ্যমে বিক্রি করা হবে। এছাড়া, এই টুইটে বলা হয়েছে "#KillerLooksOPPerformer" প্রত্যক্ষ করতে চলেছেন ক্রেতারা, তাই এটি স্পষ্ট যে, সংস্থাটি আপকামিং পোকো এম৪ ৫জি-এর পারফরম্যান্স এবং ডিজাইনের ওপর ফোকাস করছে৷
প্রসঙ্গত, এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কিছু জানায়নি পোকো, তবে ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট ও সূত্র মারফৎ এই জানা গেছে, পোকো এম৪ ৫জি-তে ৬.৫৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারে। স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এটি ৪ জিবি/ ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ সহ মিলতে পারে।
ফটোগ্রাফির জন্য, Poco M4 5G এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স উপস্থিত থাকবে, যা ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরের সাথে যুক্ত হবে। আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার থাকতে পারে। এটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco M4 5G-তে একটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।