Realme 13 5G শীঘ্রই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে, থাকবে ১৬ জিবি র্যাম
রিয়েলমি ১৩ ৫জি ফোনকে TENAA এবং অন্যান্য সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা যায়। এখন আবার এই ডিভাইসটি SIRIM সার্টিফিকেশন এবং ইইউ ডিক্লারেশন ডেটাবেসেও তালিকাভুক্ত হয়েছে।
কিছুদিন আগে ভারতের বাজারে রিয়েলমি তাদের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে – রিয়েলমি ১৩ প্রো ও রিয়েলমি ১৩ প্রো প্লাস। তবে এখানে থেমে না থেকে সংস্থাটি এই সিরিজের আরেকটি নতুন ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন এই ফোনের নাম রিয়েলমি ১৩ ৫জি। সম্প্রতি একে TENAA এবং অন্যান্য সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা যায়। এখন আবার এই ডিভাইসটি SIRIM সার্টিফিকেশন এবং ইইউ ডিক্লারেশন ডেটাবেসেও তালিকাভুক্ত হয়েছে। দ্য টেক আউটলুকের প্রতিবেদন অনুযায়ী, SIRIM সার্টিফিকেশন সাইটে এই ফোনটি RMX3951 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে।
এই লিস্টিং থেকে রিয়েলমি ১৩ ৫জি এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানা গেলেও, বলতে দ্বিধা নেই ফোনটি শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হবে। এদিকে ইইউ ডিক্লারেশন ডেটাবেস থেকে এই ডিভাইস সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি। উল্লেখ্য এর আগে ফোনটি এনবিটিসি, এফসিসি এবং টিইউভি সহ ভারতের বিআইএস অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস থেকে ছাড়পত্র পেয়েছে।
রিয়েলমি ১৩ ৫জি এই ফিচারগুলির সাথে আসতে পারে
রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি ১৩ ৫জি ফোনে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি + আইপিএস এলসিডি ডিসপ্লে থাকতে পারে। এটি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশসহ দুটি রিয়ার ক্যামেরা থাকতে পারে। এর মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা পাওয়া যাবে। সেলফির জন্য এই ডিভাইসে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।
রিয়েলমি ১৩ ৫জি হ্যান্ডসেটে ৪,৮৮০ এমএএইচ রেটেড ভ্যালু সহ একটি ব্যাটারি দেওয়া হবে। চায়না থ্রিসি এর লিস্টিং অনুযায়ী, এই ফোনে ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেমের কথা বললে, এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে চলবে।