Realme 13 Pro Series: ক্যামেরা-ফিচার্সেই বাজিমাত, রিয়েলমি ১৩ প্রো সিরিজের রেকর্ড বুকিং

Update: 2024-08-01 07:45 GMT

রিয়েলমি পরশুদিন ভারতে রিয়েলমি ১৩ প্রো সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে রিয়েলমি ১৩ প্রো ৫জি এবং রিয়েলমি ১৩ প্রো+ ৫জি নামে দুই দুর্দান্ত স্মার্টফোন এসেছে। গতকাল থেকে সংস্থা ফোন দু'টির অগ্রিম বুকিং নেওয়া শুরু করেছিল। ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রি-বুক করা যাচ্ছিল। কোম্পানি এখন জানিয়েছে, সমস্ত প্ল্যাটফর্ম থেকে ৬ ঘন্টার মধ্যে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ১০ হাজার প্রি-অর্ডার এসেছে।

রিয়েলমি নম্বর সিরিজের ক্ষেত্রে এটা একটি নতুন রেকর্ড। ফ্ল্যাগশিপ ক্যামেরা ও এআই ফিচার্স এই সিরিজের ইউএসপি। একইসাথে আইসিআইসিআই, এইচডিএফসি, ও এসবিআই কার্ডে ৩,০০০ টাকা ছাড়, ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই, ১২ই আগস্টের আগে চালু করা ডিভাইসে ৩০ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি — এমন সব লঞ্চ অফার রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়িয়েছে।

https://twitter.com/realmeIndia/status/1818600236077445447?t=T_SYMHXfBIdsdqCB-P2Igw&s=19

জানিয়ে রাখি, এই সিরিজে ৬.৭ ইঞ্চি ফুলএইচডি প্লাস ১২০ হার্টজ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। দুই ফোনে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ও ৫২০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। রিয়েলমি ১৩ প্রো+ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৭০১ সেন্সর ও ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৬০০ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ফোনটি ১২০x সুপার জুম অফার করে।

অন্যদিকে, রিয়েলমি ১৩ প্রো মডেলে ৫০ মেগাপিক্সেল সনি সেন্সর রয়েছে। দুই মডেলেই ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। রিয়েলমি ১৩ প্রো তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, ও ১২ জিবি + ৫১২ জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে ২৬,৯৯৯ টাকা, ২৮,৯৯৯ টাকা, ও ৩১,৯৯৬ টাকা। রিয়েলমি ১৩ প্রো+ ফোনটির দাম ৩২,৯৯৯ টাকা থেকে শুরু। এটি ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য।

Tags:    

Similar News