Realme 9i 5G vs Poco M4 Pro 5G: রিয়েলমি নাকি পোকোর ফোন সেরা হবে জানুন
গতপরশু অর্থাৎ ১৮ই আগস্ট Realme ভারতের বাজারে একটি বাজেট-রেঞ্জের 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। সংস্থার দাবি অনুসারে, Realme 9i 5G নামের এই ফোন কম দামে ভালো স্পেসিফিকেশন অফার করবে। সেক্ষেত্রে এতে - ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। দেখতে গেলে দাম ও ফিচারের ভিত্তিতে উক্ত ফোনটি চলতি বছরের ১৫ই ফেব্রুয়ারিতে আগত Poco M4 Pro 5G -এর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। কেননা আলোচ্য দুটি ফোনের প্রারম্ভিক দামই ১৪,৯৯৯ টাকা শুরু হচ্ছে। আবার ফিচার হিসাবে এই Poco হ্যান্ডসেটেও - FHD+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট, ৫০ মেগাপিক্সেলের মুখ্য সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সমন্বিত রয়েছে। ফলে যারা সস্তায় একটি 5G ফোন কিনতে চান, তারা উক্ত দুটি চীনা ব্র্যান্ডের স্মার্টফোনের মধ্যে একটিকে বেছে নিতেই পারেন। যদিও মডেল-দ্বয়ে একাধিক ফিচারগত সাদৃশ্য বিদ্যমান থাকায় বিভ্রান্তি দেখা দেওয়া খুবই স্বাভাবিক। তাই আজ আমরা এই প্রতিবেদনে Realme 9i 5G এবং Poco M4 Pro 5G স্মার্টফোনের মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনার মাধ্যমে কোনটি সেরা তা নির্ণয় করতে আপনাদের সাহায্য করবো।
Realme 9i 5G vs Poco M4 Pro 5G : ডিসপ্লে, সেন্সর
রিয়েলমি ৯ আই ৫জি ফোনে আছে একটি ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০০ নিটস ব্রাইটনেস অফার করে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
পোকো এম৪ প্রো ৫জি স্মার্টফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) LCD ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৯০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেট সাপোর্ট করে। নিরাপত্তার জন্য উক্ত ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।
Realme 9i 5G vs Poco M4 Pro 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র্যাম, স্টোরেজ
পারফরম্যান্সের জন্য রিয়েলমি ৯ আই ৫জি স্মার্টফোনে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিন পাওয়া যাবে। এতে ৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
পোকো এম৪ প্রো ৫জি ফোনটি আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর সহ এসেছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ (MIUI 12) কাস্টম স্কিনে রান করবে। এতে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ উপলব্ধ। তবে এই ফোনে অতিরিক্তভাবে আরো ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যামও সাপোর্ট করবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
Realme 9i 5G vs Poco M4 Pro 5G : ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য রিয়েলমি ৯ আই ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি পোট্রেট শুটার ও একটি ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।
পোকো এম৪ প্রো ৫জি ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল (ওয়াইড) প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। আবার ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।
Realme 9i 5G vs Poco M4 Pro 5G : ব্যাটারি, চার্জিং টেকনোলজি, কানেক্টিভিটি অপশন
রিয়েলমি ৯ আই ৫জি স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য - ডুয়েল সিম স্লট, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। আর পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত মডেলে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
পোকো এম৪ প্রো ৫জি ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে - ডুয়েল সিম স্লট, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।
Realme 9i 5G vs Poco M4 Pro 5G : পরিমাপ
রিয়েলমি ৯ আই ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬৪.৪x৭৫.১x৮.১ মিমি এবং ওজন ১৮৭ গ্রাম।
পোকো এম৪ প্রো ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬৩.৬x৭৫.৮x৮.৮ মিমি এবং ওজন ১৯৫ গ্রাম।
Realme 9i 5G vs Poco M4 Pro 5G : দাম
রিয়েলমি ৯ আই ৫জি ফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। আবার ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ১৬,৯৯৯ টাকায় কেনা যাবে। এটি মেটালিক গোল্ড, রকিং ব্ল্যাক ও সোলফুল ব্লু কালারে এসেছে।
ভারতে পোকো এম৪ প্রো ৫জি ফোনকে তিনটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। আবার ফোনটির ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৬,৯৯৯ টাকা ও ১৮,৯৯৯ টাকা থাকছে। এটি পাওয়ার ব্ল্যাক, ইয়েলো ও কুল ব্লু কালার অপশনে উপলব্ধ।