Realme GT 2 Pro আজ ৫ হাজার টাকা ছাড়ে কেনার সুযোগ, হাতছাড়া করলে পস্তাবেন
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Realme GT 2 Pro। আজ প্রথমবার ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুপুর ১২টায় ই-কমার্স সাইট Flipkart ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কেনা যাবে। আর লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। বিশেষত্বের কথা বললে, Realme GT 2 Pro ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।
Realme GT 2 Pro এর দাম ও সেল অফার
রিয়েলমি জিটি ২ প্রো দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে এসেছে। এরমধ্যে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। আবার ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৭,৯৯৯ টাকা। ফোনটি পেপার হোয়াইট, পেপার গ্রীন ও স্টিল ব্ল্যাক কালারে উপলব্ধ।
সেল উপলক্ষ্যে, SBI ও HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা Realme GT 2 Pro ফোনের সাথে ৫,০০০ টাকা ছাড় পাবেন। ফোনটি নো কস্ট ইএমআই অপশনে কেনা যাবে।
Realme GT 2 Pro এর স্পেসিফিকেশন
রিয়েলমি জিটি ২ প্রো ফোনের সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি ২কে (১৪৪০ x ৩২১৬ পিক্সেল) এলটিপিও অ্যামোলেড (AMOLED) পাঞ্চ হোল ডিসপ্লে উপস্থিত। এই ডিসপ্লেকে সুরক্ষিত রাখবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৬১৫ ফ্রন্ট ক্যামেরা সেন্সর মিলবে। আবার রিয়েলমি জিটি ২ প্রো ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, ১৫০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ সেন্সর।
পারফরম্যান্সের জন্য Realme GT 2 Pro ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে চলে। ফোনটি এসেছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ, যার সাথে ৬৫ ওয়াট সুপারডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। রিয়েলমির দাবি, এই ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ৩৩ মিনিটে ফোনটি ১০০ শতাংশ চার্জ সম্পূর্ণ করা সম্ভব।
এছাড়া, নিরাপত্তার জন্য Realme GT 2 Pro ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।