Realme GT 7 Pro: রিয়েলমি জিটি ৭ প্রো ফিচার্সে সেরা হবে, শুনলে আপনিও কিনতে চাইবেন
রিয়েলমি সম্প্রতি তাদের জিটি সিরিজের অধীনে রিয়েলমি জিটি ৬ স্মার্টফোনটি লঞ্চ করেছে। তবে ইতিমধ্যেই কোম্পানিটি এর উত্তরসূরি লাইনআপের ওপর কাজ শুরু করে দিয়েছে বলে শোনা যাচ্ছে। এক সুপরিচিত টিপস্টার এখন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর দ্বারা চালিত একটি নতুন রিয়েলমি ফোন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। যদিও টিপস্টার ফোনটি অফিসিয়াল নাম উল্লেখ করেনি, এটি সম্ভবত রিয়েলমি জিটি ৭ প্রো। ফোনটি রিয়েলমি জিটি ৫ প্রো মডেলের সরাসরি উত্তরসূরি হবে, কারণ রিয়েলমি জিটি ৬ সিরিজে কোনও প্রো মডেল নেই।
রিয়েলমি জিটি ৭ প্রো হ্যান্ডসেটের ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (ডিসিএস) তার লেটেস্ট ওয়েইবো পোস্টে জানিয়েছেন যে, রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে সামান্য কার্ভড এজ সহ ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। ফোনটির রিয়ার প্যানেলের ওপরের বাম কোণে একটি বর্গাকার-আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে, যার মধ্যে একটি ট্রিপল-ক্যামেরা সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে।
এর পাশাপাশি, রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে প্রাইমারি ক্যামেরা হিসেবে একটি ৫০ মেগাপিক্সেলের মাল্টি-ফোকাল লেন্স ব্যবহৃত হবে। আর প্রধান সেন্সরের সাথে একটি ৩x পেরিস্কোপ টেলিফোটো লেন্স যুক্ত থাকবে, যা সনি আইএমএক্স৮৮২ সেন্সর ব্যবহার করবে। এছাড়া টিপস্টার প্রকাশ করেছেন যে ফোনটিতে টেলিফটো ম্যাক্রো সাপোর্ট নেই।
পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের ব্যাটারির ক্ষমতা প্রায় ৬,০০০ এমএএইচ হবে এবং ফোনটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। নিরাপত্তার জন্য, ফোনটিতে একটি ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, এটি এই প্রযুক্তির প্রথম রিয়েলমি ফোনে পরিণত হবে।
টিপস্টার ওয়েইবো পোস্টটির কমেন্ট সেকশনে আরও উল্লেখ করেছেন যে, ফোনটিতে আইপি৬৮ এবং আইপি৬৯ ধুলো এবং জল প্রতিরোধের রেটিং থাকবে। তবে, রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে কিনা, তা এখনও জানা যায়নি। এই বিবরণগুলি ছাড়াও, টিপস্টার ফোন সম্পর্কে আর কিছু প্রকাশ করেননি। তবে কোম্পানির এক কর্মকর্তা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে রিয়েলমি জিটি ৭ প্রো ভারতে লঞ্চ হবে। এটি সম্ভবত প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট দ্বারা চালিত ফোন হবে বলে, যা বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে। এবছরের শেষ ত্রৈমাসিকের মধ্যে হ্যান্ডসেটটি বাজারে পা রাখবে বলে আশা করা যায়।