Realme GT 7 Pro: রিয়েলমির স্মার্টফোনে এবার ১২০x জুম, বড় চমক নতুন মডেলের ক্যামেরায়
রিয়েলমি সম্প্রতি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দিয়ে চীনে রিয়েলমি জিটি ৩ লঞ্চ করেছে। আবার ব্র্যান্ডটি ৩০ জুলাই ভারতে রিয়েলমি ১৩ প্রো ও রিয়েলমি ১৩ প্রো+ লঞ্চ করবে বলে জানিয়েছে। এছাড়াও, এই বছরের শেষে চীনে স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর সহ রিয়েলমি জিটি ৭ প্রো নামে আরেকটি ফ্ল্যাগশিপ ফোন আনবে কোম্পানি। এই স্মার্টফোনটির সম্পর্কে এবার বেশ কিছু আকর্ষণীয় তথ্য প্রকাশ্য এসেছে।
রিয়েলমি জিটি ৭ প্রো স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, রিয়েলমি জিটি ৭ প্রো ফ্ল্যাট ওলেড প্যানেলের সঙ্গে আসবে, যার চারদিকে মাইক্রো কার্ভেচার থাকবে। ডিসপ্লেটি ১.৫কে রেজোলিউশন ও এলটিপিও টেকনোলজি সাপোর্ট করবে। স্ক্রিনে এমন কিছু প্যারামিটার থাকার কথা বলা হয়েছে, যার মাধ্যমে এটি ২কে ডিসপ্লের ফোনকেও পিছনে ফেলবে।
রিয়েলমির এই আপকামিং স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর থাকবে। ব্যাটারি ক্যাপাসিটি হবে ৬,০০০ এমএএইচ। আগের একটি লিক থেকে জানা গিয়েছিল যে, ডিভাইসটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বড় ব্যাটারি থাকা সত্বেও, ফোনটি ৮.৭ মিমি পাতলা হবে।
রিয়েলমি জিটি ৭ প্রো'র ক্যামেরা সেটআপে সনি আইএমএক্স৮৮২ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। এটি ৩x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। এছাড়াও, লার্জ মডেল সুপার রেজোলিউশন অ্যালগরিদমের মাধ্যমে ১২০x ডিজিটাল জুম ও ১০x হাইব্রিড জুম অফার করবে ক্যামেরাটি। ফোনটির প্রোটোটাইপ ভার্সনে সিঙ্গেল পয়েন্ট আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আইপি৬৮/৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স আছে।