Realme GT Neo 3T লঞ্চ হবে শীঘ্রই, টিজার প্রকাশ করে ঘোষণা করল রিয়েলমি

By :  ANKITA
Update: 2022-05-29 15:08 GMT

Realme GT সিরিজের ফোনগুলি বাজারে আসার পর থেকেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ফলে এই লাইনআপের অধীনে নিত্যনতুন মডেল লঞ্চ করছে রিয়েলমি। এবার Realme GT Neo 3T বলে একটি স্মার্টফোনের উপরে কাজ করছে সংস্থাটি। যা Realme GT Neo 3 সিরিজের দ্বিতীয় মডেল হিসাবে লঞ্চ হবে‌ এবার সরকারিভাবে রিয়েলমির তরফে ডিভাইসটি অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে।

রিয়েলমি গ্লোবাল তাদের টুইটার হ্যান্ডেল থেকে একটি টিজার পোস্টার শেয়ার করে ঘোষণা করেছে, Realme GT Neo 3T-এর লঞ্চ ইভেন্ট খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত সপ্তাহে টিপস্টার মুকুল শর্মা দাবি করেছিলেন, ভারতে সামনের মাসে অর্থাৎ জুনে যা রাখবে এটি‌। এদিকে রিয়েলমি তাদের আপকামিং ফোনের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু না জানালেও, ইতিমধ্যেই  সূত্র থেকে নানা তথ্য সামনে এসেছে।

Realme GT Neo 3T স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

শোনা যাচ্ছে, রিয়েলমি জিটি নিও ৩টি আসলে গত মাসে চীনে লঞ্চ হওয়া রিয়েলমি কিউ৫ প্রো-এর রিব্র্যান্ডেড সংস্করণ। এতে ৬.৬২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল-এইচডি+ রেজোলিউশন, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস, এবং ডিসিআই-পি৩ কালার গ্যামেট সাপোর্ট করবে‌ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরে চলবে এটি চালিত হবে‌। রিয়েলমি জিটি নিও ৩টি ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসতে পারে। এটি অ্যান্ড্রয়েড ১২ নির্ভর রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি জিটি নিও ৩টি-এর ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ সহ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকবে। ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT Neo 3T-এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

Tags:    

Similar News