Red Magic 7S, Magic 7S Pro গেমিং ফোন বাজারে এল, আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা সহ রয়েছে নজরকাড়া ফিচার
নুবিয়া রেড ম্যাজিক আজ (১১ জুলাই) হোম মার্কেট চীনে লঞ্চ করলো তাদের নতুন RedMagic 7S গেমিং ফ্ল্যাগশিপ সিরিজটি। এই লাইনআপের অধীনে Red Magic 7S এবং 7S Pro মডেল দুটি উন্মোচিত হয়েছে। সদ্য লঞ্চ হওয়া এই গেমিং হ্যান্ডসেটগুলি হাই-এন্ড হার্ডওয়্যার এবং একগুচ্ছ ফিচারের সাথে এসেছে। এই সিরিজের উভয় মডেলেই রয়েছে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর, ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে, এলইডি লাইট সহ ইন-বিল্ট ফ্যান ও আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা। চলুন রেড ম্যাজিকের এই নয়া গেমিং স্মার্টফোনগুলির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
রেড ম্যাজিক ৭এস এবং ৭এস প্রো-এর মূল্য এবং লভ্যতা (Red Magic 7S এবং 7S Pro Price and Availability)
সদ্য লঞ্চ হওয়া রেড ম্যাজিক ৭এস এবং ৭এস প্রো ডার্ক নাইট এবং ডিউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট- এই দুটি কালার অপশনে পাওয়া যাচ্ছে। আর প্রো মডেলটি আইকনিক ইয়োলো কালার সহ একটি বিশেষ বাম্বল এডিশনে এসেছে। রেড ম্যাজিক ৭এস-এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৩০০ টাকা)। আর এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৮০০ টাকা)। এছাড়া, সহ ডিউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট সংস্করণের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ৪,৮৯৯ ইউয়ান (প্রায় ৫৮,০০০ টাকা) এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলটি ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬৫,১০০ টাকা) দামে বিক্রির জন্য উপলব্ধ হবে।
অন্যদিকে, রেড ম্যাজিক ৭এস প্রো এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৫,১৯৯ টাকা (প্রায় ৬১,৫০০ টাকা)। আবার এই ফোনের ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭১,০০০ টাকা) মূল্যে কেনা যাবে। তাছাড়া, ডিউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট সংস্করণের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬২,৭০০ টাকা)। এটি ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও এসেছে যা ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭১,০০০ টাকা)-এ উপলব্ধ। এছাড়াও, রেড ম্যাজিক ৭এস প্রো-এর বিশেষ ট্রান্সফরমার সংস্করণটির ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৭,০০০ টাকা)। শীঘ্রই ফোনগুলির সেলের তারিখ ঘোষণা করা হবে।
রেড ম্যাজিক ৭এস এবং ৭এস প্রো-এর ডিজাইন (Red Magic 7S and 7S Pro Design)
রেড ম্যাজিক ৭এস এবং ৭এস প্রো-এর ডিজাইনগুলি আগের প্রজন্মের মডেলগুলির সাথে সাদৃশ্যপূর্ণ৷ উভয় ফোনেই একটি আন্ডার-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা এবং একটি নিট ফ্রন্ট প্যানেল রয়েছে। স্মার্টফোনগুলির ব্যাক প্যানেলে কিছু পরিবর্তনের সাথে একই আইকনিক সেমি-ট্রান্সপারেন্ট লুক দেখতে পাওয়া যাবে। রেড ম্যাজিক ৭এস-এ একটি স্ট্রিপের মতো ক্যামেরা মডিউল অবস্থান করছে এবং এই ক্যামেরাগুলি রৈখিকভাবে সজ্জিত। যেখানে প্রো মডেলটিতে আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে যেখানে ক্যামেরাগুলি বর্গাকারভাবে সাজানো হয়েছে। ক্যামেরা মডিউলের পাশে, আরজিবি (RGB) লাইটের সাথে অনুরাগীদের প্রিয় কুলিং ফ্যানটিও রয়েছে। রেড ম্যাজিক ৭এস এবং ৭এস প্রো-এর ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন সহ দুটি চাপ-সংবেদনশীল গেমিং ট্রিগার বর্তমান। আর বাম ধারে, লিকুইড কুলিং অ্যাক্টিভ করার জন্য একটি লাল সুইচ আছে।
রেড ম্যাজিক ৭এস-এর স্পেসিফিকেশন (Red Magic 7S Specifications)
রেড ম্যাজিক ৭এস ফোনে এলটিএম (LTM) এবং ডিসি ডিমিং সহ ৬.৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ১৬৫ ওয়াট উচ্চ রিফ্রেশ রেট অফার করে, উল্লেখযোগ্যভাবে যা প্রো মডেলের থেকেও বেশি। হ্যান্ডসেটটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। গেমিংয়ের সময় ফোনটিকে ঠান্ডা রাখতে এই ফোনে আইস ৯.০ (ICE 9.0) লিকুইড-কুলিং প্রযুক্তি সাপোর্ট করে। এছাড়া, ডিভাইসটিতে একটি বিল্ট-ইন ফ্যানও রয়েছে যা সর্বাধিক ২০,০০০ আরএমপি গতিতে চলে। রেড ম্যাজিক ৭এস অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রেড ম্যাজিক ৫.০ (Red Magic 5.0) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Red Magic 7S-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। ক্যামেরা ইউনিটের মধ্যে একটি এলইডি ফ্ল্যাশও বর্তমান। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সেন্সর বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, এই গেমিং ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
রেড ম্যাজিক ৭এস প্রো-এর স্পেসিফিকেশন (Red Magic 7S Pro Specifications)
রেড ম্যাজিক ৭এস প্রো একই ৬.৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই স্মার্টফোনটিতে রেড ম্যাজিক x কোয়ালকম এলটিএম (Red Magic x Qualcomm LTM) ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকম ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত, তবে এটিতে কর্মক্ষমতা বাড়ানোর জন্য কোম্পানির নিজস্ব রেড কোর ১ গেমিং চিপসেটটিও রয়েছে। স্মার্টফোনটি একটি উন্নত আইস ১০.০ কুলিং সিস্টেম সহ এসেছে। রেড ম্যাজিক ৭এস প্রো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রেড ম্যাজিক ৫.০ (Red Magic 5.0) কাস্টম ইউজার ইন্টারফেসে চলে।
ফটোগ্রাফির জন্য, Red Magic 7S Pro-এর রিয়ার ক্যামেরা সেন্সরগুলি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের মতোই, তবে এটিতে একটি আপগ্রেডেড ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Nubia Red Magic 7S Pro-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা উচ্চতর ১৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এটি একটি স্ট্যান্ডার্ড ১৬৫ ওয়াট গ্যালিয়াম নাইট্রাইড চার্জিং হেডের সাথে এসেছে।
অন্যদিকে, Red Magic 7S Pro-এর একটি বিশেষ Transformer Edition-ও বাজারে লঞ্চ হয়েছে। এই বিশেষ সংস্করণের মডেলটিতে একটি ট্রান্সফরমার-অনুপ্রাণিত ডিজাইন রয়েছে। এটির সাথে বাম্বলবি (Bumblebee) চরিত্রের আইকনিক চেহারার সাথে মিল পাওয়া যাবে। এছাড়াও, হ্যান্ডসেটটি একটি বিশেষ ষড়ভুজ-আকৃতির রিটেইল বক্সে আসবে এবং এর মধ্যে একটি বাম্বলবি-অনুপ্রাণিত বাহ্যিক কুলার, একটি প্রোটেক্টিভ কভার এবং কিছু অন্যান্য অ্যাক্সেসরিজও অন্তর্ভুক্ত থাকবে।