স্মার্ট ফ্রিজ কে এবার TV বানানোর ভাবনা Samsung এর, দেখা যাবে ফ্রি চ্যানেল
রেফ্রিজারেটরে টেলিভিশন দর্শনের সুবিধা আজ আর নতুন কিছু নয়। দক্ষিণ কোরীয় টেক-জায়ান্ট স্যামসাং (Samsung) -এর নির্বাচিত নানা স্মার্ট রেফ্রিজারেটর মডেলে ইতিপূর্বে সেই সুবিধা যোগ করা হয়েছে। এর ফলে Samsung স্মার্ট রেফ্রিজারেটর ব্যবহারকারীরা চাইলে বিল্ট-ইন টাচস্ক্রিনে টিভি দেখার মজা উপভোগ করতে পারেন। যদিও সেজন্য দরকার একটি Samsung Smart TV বা স্মার্টফোনের। কারণ সেখান থেকেই স্যামসাংয়ের স্মার্ট রেফ্রিজারেটর মডেল ইউজারেরা মিররিং কনটেন্ট স্ট্রিম করতে পারেন। এই সাপোর্ট ছাড়া আলোচ্য ধরনের রেফ্রিজারেটরের টাচস্ক্রিন কার্যত অচল।
ফ্যামিলি হাব স্মার্ট রেফ্রিজারেটর মডেলের জন্য একগুচ্ছ নতুন ফিচার ঘোষণা করল Samsung
এহেন অবস্থায় নিজেদের বার্ষিক বেস্পোক হোম ইভেন্ট (Bespoke Home Event) -এ স্যামসাং তাদের অত্যাধুনিক ফ্যামিলি হাব রেফ্রিজারেটর মডেলগুলির জন্য একগুচ্ছ নতুন ফিচারের কথা ঘোষণা করল। এদের মধ্যে একটি হচ্ছে আলোচ্য মডেলের স্মার্ট রেফ্রিজারেটরের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সংস্থার বিজ্ঞাপনযুক্ত লাইভ টিভি সার্ভিস উপভোগের সুবিধা! অর্থাৎ উক্ত মডেলভুক্ত স্মার্ট রেফ্রিজারেটর ব্যবহারকারীরা এবার থেকে ফ্রিজের স্ক্রিনে লাইভ টিভি কনটেন্ট স্ট্রিম করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, উপরোক্ত দ্বিতীয় বার্ষিক বেস্পোক ইভেন্টে স্যামসাং তাদের ফ্যামিলি হাব ২.০ রেফ্রিজারেটরের জন্যই আপডেট প্রদানের কথা জনসমক্ষে এনেছে। ২০১৭ সালে এই মডেলের ফ্রিজ প্রথম বাজারে আসে। এরা জনপ্রিয় অ্যামাজন অ্যালেক্সা (Amazon Alexa) এবং স্যামসাং বিক্সবি (Samsung Bixby) সাপোর্ট সহ উপলব্ধ, যার ফলে এরা ভয়েস কমান্ড অনুসরণ করতে সক্ষম।
তাছাড়া উপরোক্ত ধরনের রেফ্রিজারেটরে লাইভ টিভি ফিচার অন্তর্ভুক্তির ফলে এতে ভয়েস কমান্ড মারফত স্যামসাং টিভি প্লাস পরিষেবা লঞ্চ করা যাবে। এজন্য দরকার হবে একটি শক্তিশালী ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্ক। এর মাধ্যমেই ইউজারেরা উক্ত লাইভ টিভি সার্ভিসের আওতায় ২০০ -রও বেশি চ্যানেল স্ট্রিম করতে পারবেন।
টেলিভিশন স্ট্রিমিংয়ের নতুন সুবিধার কথা বাদ দিলে আলোচ্য ধরনের রেফ্রিজারেটরে স্যামসাং আর্ট মোড (Art Mode) ফিচারটি সংযোজন করেছে। এর ফলে ইউজারেরা ফ্রিজের স্ক্রিনটিকে শিল্পকর্মে (চিত্র) বদলে দিতে পারবেন। এক্ষেত্রে আর্ট গ্যালারি (Art Gallery) নামক এক অ্যাপ্লিকেশন ব্যবহার করে আগ্রহীরা একাজে সফল হবেন। উক্ত অ্যাপ ব্যবহারের জন্য আগ্রহী ইউজারদের কোনও বাড়তি টাকা খরচ করতে হবেনা।
পরিশেষে জানিয়ে রাখি, Samsung -এর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী ফ্যামিলি হাব রেফ্রিজারেটর ব্যবহারকারীরা এবার থেকে নিজেদের ফ্রিজটির দ্বারা বিভিন্ন স্মার্ট থিং, যথা - এয়ার কন্ডিশনার অথবা স্মার্ট টিভি প্রভৃতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।