Smartphone: ছয় শতাংশ পর্যন্ত দাম কমবে স্মার্টফোনের, বাজেটে ছাড় পেতেই উচ্ছ্বসিত ব্র্যান্ডগুলি

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ২৩ জুলাই ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময়, মোবাইল ফোন, চার্জার এবং ফোন তৈরিতে ব্যবহৃত কিছু কম্পোনেন্টের আমদানি শুল্ক হ্রাস করার প্রস্তাব দিয়েছেন।

By :  SUMAN
Update: 2024-07-24 05:08 GMT

আপনি যদি আইফোন সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে কেন্দ্রীয় বাজেট ২০২৪ আপনাকে স্বস্তি দেবে। আসলে বাইরে থেকে ভারতে আসা ফোনের ওপর কাস্টমস ডিউটি কমাতে চলেছে সরকার। এই কারণে বিদেশ থেকে আসা স্মার্টফোনগুলি এখন ছয় শতাংশ পর্যন্ত সস্তায় পাওয়া যেতে পারে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কেন্দ্রীয় সরকার বাইরে থেকে আসা ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর কাস্টমস ডিউটি ২০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ করেছে।

আমদানি শুল্ক কমেছে

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ২৩ জুলাই ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময়, মোবাইল ফোন, চার্জার এবং ফোন তৈরিতে ব্যবহৃত কিছু কম্পোনেন্টের আমদানি শুল্ক হ্রাস করার প্রস্তাব দিয়েছেন।

ক্রেতাদের আগ্রহের কথা ভাবা হয়েছে

গত ছয় বছরে, ভারতে ফোন উৎপাদন বৃদ্ধির সাথে রফতানি প্রায় ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। নির্মলা সীতারমন বলেছেন "ক্রেতাদের স্বার্থে আমি মোবাইল ফোন, মোবাইল পিসিবিএ এবং চার্জারের উপর বিসিডি অর্থাৎ বেসিক কাস্টমস ডিউটি ১৫ শতাংশে আনার প্রস্তাব করছি।" আগে মোবাইল ফোন, মোবাইল পিসিবিএ ও চার্জারের জন্য বিসিডি ছিল ২০ শতাংশ।

মোবাইল এবং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বড় করার উদ্যোগ

আইসিইএ বাজেট ঘোষণার পর জানিয়েছে এই পদক্ষেপ ভারতে রফতানি ও আমদানি প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে। আইসিইএ-র চেয়ারম্যান পঙ্কজ মহিন্দ্রু বলেন, 'মোবাইল ফোনের ক্ষেত্রে বিদেশ থেকে আসা কিছু মডেলের দাম ৫ থেকে ৬ শতাংশ কমে যেতে পারে। চার্জারের উপর শুল্ক কমানোর ফলে ০.১৫ থেকে ০.২০ শতাংশ পর্যন্ত ফোনের দামের উপর প্রভাব পড়বে, কারণ দেশীয় নির্মাতারাও দাম কমাবে। তিনি জানান, 'আমরা মোবাইল ফোন, চার্জার, পিসিবিএ এর উপর বিসিডি ১৫ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করেছিলাম এবং তা গৃহীত হয়েছে। ফলে মোবাইল ও ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি বেশ উচ্ছ্বসিত।"

Tags:    

Similar News