Honda Actvia-র বিক্রি প্রায় আড়াই লাখ, Suzuki Burgman এর চাহিদা বিপুল, দেশের সুপারহিট স্কুটি কোনগুলি?

By :  SUMAN
Update: 2022-10-21 09:10 GMT

পুজোর মরসুমে ভারতে বৃদ্ধি পেয়েছে স্কুটারের বিক্রি। সেপ্টেম্বরে দেশের সর্বাধিক বিক্রিত প্রথম দশটি স্কুটারের তালিকা থেকে তেমনটাই জানা গেছে। বরাবরের মতো গত মাসেও তালিকার শীর্ষে রয়েছে Honda Activa। তবে আগের বছর সেপ্টেম্বরের চাইতে গেল মাসে বেস্ট সেলিং স্কুটারটির বিক্রি সামান্যই বৃদ্ধি পেয়েছে। আগের মাসে এটি ২,৪৫,৬০৭ জন গ্রাহকের খোঁজ পেয়েছে। যেখানে ২০২১-এর ওই সময়ে বেচাকেনা হয়েছিল ২,৪৫,৩৫২টি।

তালিকার দ্বিতীয় স্থানে বিরাজমান TVS Jupiter। গত মাসে এটি মোট ৮২,৩৯৪ জন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। আগের বছরের তুলনায় এবারে ৪৬.২ শতাংশ বিক্রিতে অগ্রগতি ঘটেছে। তৃতীয় স্থানটি দখল করেছে Suzuki Access। সেপ্টেম্বরে স্কুটারটির চাবি মোট ৪৬,৮৫১ জন গ্রাহকের হাতে তুলে দিয়েছে সুজুকি।

গত মাসে ৩১,৪৯৭ ইউনিট বিক্রির মাধ্যমে চার নম্বরে জায়গা করে নিয়েছে TVS Ntorq। এর বিক্রি আগের বছরের সেপ্টেম্বরের চাইতে ৬.৯৪% বাড়তে দেখা গিয়েছে। তালিকার পঞ্চম স্থানের দখলদার Honda Dio। আগের মাসে এটি বিক্রি হয়েছে ২৯,৯৯৪টি। গত বছরের ওই সময়ের তুলনায় Dio-র বিক্রি ৪,৫৬২ ইউনিট কম হয়েছে। এরপর রয়েছে Hero Pleasure+। সেপ্টেম্বরে এর বেচাকেনার সংখ্যা ছিল ১৯,৬৮২।

সপ্তম স্থানটি দখল করেছে Hero Destini। আগের মাসে ১৪,৯৫১ ইউনিট বিক্রি হয়েছিল স্কুটারটি। আবার আগের বছরের ওই সময়ের চাইতে বেচাকেনা ২০.৯% বাড়তে দেখা গিয়েছে। Suzuki Burgman Street তালিকার অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে। গত মাসে এটি ১২,৮৭৫ জন ক্রেতার নতুন ঠিকানা পেয়েছে। শতাংশের হিসাবে সব স্কুটারের মধ্যে চাহিদা বৃদ্ধির হার সর্বাধিক (৪৮.৫%)। এছাড়া নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে Yamaha Fascino ও TVS Pep+। সেপ্টেম্বরে এদের যথাক্রমে ১০,৩৪৮ ও ৯,৫১৮ ইউনিট বিক্রিবাটা হয়েছে।

Tags:    

Similar News