সস্তায় কিনে ফেলুন এই ৫টি Smartphone, ভালো ফিচারের সাথে ফ্রি-তে পাবেন আনলিমিটেড 5G ডেটা
দেশে 5G লঞ্চ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত অনেক শহরেই উপলব্ধ হয়েছে এই নতুন নেটওয়ার্ক পরিষেবা। আর যত 5G কভারেজ একটু একটু করে প্রসারিত হচ্ছে, ততই বাজারে 5G স্মার্টফোনের আমদানি ও কেনার প্রবণতা বাড়ছে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে বিনামূল্যে আনলিমিটেড হাইস্পিড ডেটা ব্যবহার করতে একটি নতুন 5G সাপোর্টেড স্মার্টফোন কিনতে চান এবং আপনার বাজেট হয় ২০,০০০ টাকার কম, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে সেরা কয়েকটি বিকল্পের হদিশ। আসলে আজ আমরা Samsung থেকে শুরু করে Xiaomi, Motorola প্রভৃতি নামী ব্র্যান্ডের কিছু সেরা হ্যান্ডসেটের কথা বলব, যেগুলিতে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক কানেক্টিভিটির সাথে আরও কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে; এগুলি বাজারে বাজেট রেঞ্জে উপলব্ধ। তো আসুন, দেরি না করে ঝটপট দেখে নিই মার্চ সেরা 5G ফোনগুলির তালিকা।
মার্চ সেরা বাজেট রেঞ্জের স্মার্টফোন, কিনলেই পাবেন 5G সাপোর্ট
১. Samsung Galaxy F23 5G: এই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং প্রিলোডেড অ্যান্ড্রয়েড ১২ সফ্টওয়্যার। এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরাও অফার রয়েছে।
ফোনটির দাম শুরু ১৫,৯৯৯ টাকা থেকে।
২. Redmi 11 Prime 5G: রেডমির হ্যান্ডসেটটিতে ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লের (রেজোলিউশন ১০৮০×২৪০৮ পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও ২০:৯) সাথে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে।
এই রেডমি ফোনটি ১৫,৯৯০ টাকায় কেনা যাবে।
৩. Redmi Note 11T 5G: এই রেডমি ফোনটিও ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।
রেডমি নোট ১১টি ৫জির ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১৫,৯৯০ টাকায় মিলবে।
৪. Poco M4 Pro 5G: ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে বিশিষ্ট এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি ইত্যাদি ফিচার রয়েছে। তার সাথে বিদ্যমান ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এর ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৫,৯৯৯ টাকা।
৫. Moto G71: এটি ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে (রেজোলিউশন ১০৮০×২৪০৮ পিক্সেল), অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ক্যাপাসিটি এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও বহন করবে।
বাজারে এই ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটি কিনতে ১৬,৯৯৯ টাকা খরচ হবে।