Royal Enfied থেকে Hero, নভেম্বরে লঞ্চ হবে একঝাঁক নতুন স্কুটার ও মোটরসাইকেল, রইল লিস্ট

By :  SUMAN
Update: 2022-11-01 11:03 GMT

ভারতে উৎসবের পর্ব সদ্য সমাপ্ত হয়েছে। কেনাকাটায় যে খানিক ভাটা পড়বে, তা একপ্রকার নিশ্চিতভাবেই বলা যায়। কারণ নবরাত্রি, দুর্গোৎসব, দীপাবলি এবং সবশেষে ভাইফোঁটার পর আমজনতার পকেটের যথেষ্ট দুর্দশা অবস্থা। কিন্তু তা সত্ত্বেও নিজেদের গতিবিধিতে রাশ টানতে নারাজ গাড়ি সংস্থাগুলি। নভেম্বরেও একাধিক টু-হুইলার কোম্পানি তাদের বিভিন্ন নতুন মডেল নিয়ে পরপর হাজির হবে। যার মধ্যে রয়েছে পেট্রোল থেকে শুরু করে ব্যাটারি চালিত দু'চাকা। নীচে আসন্ন পাঁচটি মোটরসাইকেল ও স্কুটার সম্পর্কে আলোচনা রইল।

Ultraviolette F77

চলতি মাসেই ভারতের বাজারে ইলেকট্রিক স্পোর্টস বাইকের দুনিয়ায় নতুন সদস্য হিসেবে আগমন ঘটবে Ultraviolette F77-এর। এটি আবার এখনও পর্যন্ত দেশের দ্রুততম ইলেকট্রিক বাইক হিসেবে আসবে। ২৪ নভেম্বর বাজারে পা রাখবে এটি। ২০১৯-এ প্রথমবার উন্মোচনের পর এর ফিচারে একাধিক পরিবর্তন ঘটানো হয়েছে। নতুন মডেলটিতে উচ্চ ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে। যা এক চার্জে ৩০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে।

Royal Enfield

তালিকার প্রথমেই রয়েছে রয়্যাল এনফিল্ডের কয়েকটি মডেল। যার মধ্যে অন্তর্ভুক্ত ৬৫০ সিসি ক্রুজার Super Meteor, J সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে Bullet 350-এর নতুন প্রজন্মের মডেল। আবার এই তালিকায় রয়েছে Himalayan 450LC। এ মাসেই রয়্যাল এনফিল্ডের রাইডার ম্যানিয়াতে একটি মডেল উন্মোচিত হতে পারে।

Gogoro

তাইওয়ানের ইলেকট্রিক ভেহিকেল জায়েন্ট গোগোরো এমাসেই তাদের একটি ব্যাটারি চালিত স্কুটার লঞ্চ করবে। এতে সোয়াপেবল ব্যাটারি প্রযুক্তি দেওয়া হতে পারে। সেজন্য এদেশে সংস্থাটি তাদের সোয়াপিং স্টেশন নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটাতে পারে। রিপোর্টের দাবি এদেশে Gogoro S1 হতে পারে সংস্থার প্রথম ইলেকট্রিক মডেল।

Hero Maestro Xoom 110

নভেম্বরে হিরো তাদের ১১০ সিসি স্পোর্টি স্কুটার Maestro Xoom 110 নিয়ে হাজির হতে পারে। এর আগে এক ডিলার ইভেন্টে স্কুটারটি সর্বসম্মুখে আনা হয়েছিল। Maestro 125-এর প্রায় প্রতিটি ফিচার এতেও দেখা মিলবে। যেমন ডিজিটাল কনসোল, ব্লুটুথ এবং নেভিগেশন। এতে আবার Pleasure Plus ও Maestro Edge 110-এর ইঞ্জিন দেওয়া হবে।

Hero Xpulse 200T 4V

এমাসেই আবার হিরোর অ্যাডভেঞ্চার বাইক Xpulse 200T 4V বাজারে আসবে। এটি Xpulse-এর রোড বায়াসড ভার্সন। বাইকটিতে একাধিক ডিজাইন আপডেট এবং একটি নতুন ইঞ্জিন থাকছে। এছাড়াও Honda একটি ১০০ সিসি বাইক আনবে বলে জল্পনা চলছে। যা Hero Splendor Plus-এর সাথে টক্কর নেবে। আবার Keeway একটি ২৫০ সিসি বাইক নিয়ে এ মাসেই হাজির হতে পারে।

Tags:    

Similar News