যেন নীল-কমলা-হলুদের মেলা, আকর্ষণীয় রঙে আত্মপ্রকাশ করল Vespa স্কুটার
ইতালির পিয়াজিও গোষ্ঠীর হাত ধরে প্রায় এক দশক আগে ভারতে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে ভেসপা। এবার তাদের SXL সিরিজের স্কুটারগুলি নতুন পেইন্ট স্কিমে লঞ্চের ঘোষণা করল সংস্থাটি। Standard SXL, SXL Sports, এবং SXL Racing 60s মডেলে যুক্ত হয়েছে মিডনাইট ডেজার্ট, তাসকানি সানসেট, সানি এসকাপেড এবং জেড স্ট্রেক কালার অপশন। তার মধ্যে শেষরটি শুধুমাত্র Racing 60's ভার্সনেই থাকবে বলে জানা গিয়েছে।
নতুন পেইন্ট স্কিম লঞ্চ প্রসঙ্গে Piaggio Vehicles প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মিস্টার দিয়েগো গ্রাফি বলেন, "ভারতীয় গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ায় আমরা ভেস্পাতে নতুন চিত্তকর্ষক পেইন্ট স্কিম চালু করতে পেরে খুবই উচ্চশিত। ভেসপা শুধুমাত্র একটি স্কুটার নয় বরং এটি ইতালীয় জীবনযাপন এবং তার ঐতিহ্য বহন করে, যা গোটা ভারতেই যথেষ্ট সমাদর পেয়েছে। আমাদের স্কুটারগুলিতে নতুন রংয়ের পোর্টফলিও চালু করায় গ্রাহকগণ এতগুলি রংয়ের মধ্যে থেকে তাদের নিজস্ব ব্যক্তিসত্তা ও পছন্দ অনুসারে রংয়ের মডেল বেছে নিতে পারবেন"।
নতুন রং এর সংযুক্তি ঘটলেও স্কুটারগুলির বাহ্যিক ডিজাইন ও অভ্যন্তরীণ যন্ত্রাংশে কোনো ধরনের পরিবর্তন করেনি ইতালির এই সংস্থা। আগের মতই SXL সিরিজের স্কুটারগুলিতে হয়েছে ১২৫ সিসি ও ১৫০ সিসির দুই ধরনের ইঞ্জিন অপশন। প্রথম ধরনের ইঞ্জিনটি ৭,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৯.৮ এইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ৯.৬ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। আর ১৫০ সিসির ইঞ্জিনটি থেকে ৭,৬০০ আরপিএম গতিতে সর্বাধিক ১০.৩২ এইচপি শক্তি ও ৫,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১০.৬০ এনএম টর্ক উৎপাদিত হয়।
দাম অবশ্য অপরিবর্তিত রেখেছে ভেসপা। SXL সিরিজের স্ট্যান্ডার্ড ও ১২৫ সিসির স্পোর্টস সংস্করণ দুটির এক্স শোরুম মূল্য ১.৩২ লাখ টাকা। অন্যদিকে এর ১৫০ সিসির ভ্যারিয়েন্টের ক্ষেত্রে খরচ হবে ১.৪৬ লাখ টাকা (এক্স শোরুম)। স্পোর্টস এডিশনে অতিরিক্ত গাঢ রঙের প্রলেপের পাশাপাশি স্কুটারের সিটে ভিন্ন রংয়ের পাইপিং ও উভয়দিকেই গ্রাফিক্স চোখে পড়ে। এই দুই ধরনের স্কুটারেই ডার্ক ব্লু রঙের মিডনাইট ডেজার্ট ও ডিপ ওরেঞ্জ রংয়ের তাসকানি সানসেট রং মিলবে। এর পাশাপাশি স্পোর্টস ভ্যারিয়েন্টে অতিরিক্ত হলুদ রঙের সানি এসকাপেড রঙটি রয়েছে।
তবে SXL Racing 60's সংস্করণে অতিরিক্ত নতুন জেড স্ট্রেক পেইন্ট দেওয়া হয়েছে যার সঙ্গে সবুজ ও হলুদ রংয়ের কম্বিনেশনে হাইলাইট লক্ষ্য করা যায়। এর ফলে সাদা ও লালের সঙ্গে আরও একটি নতুন অপশন পাবে গ্রাহকরা। এই মডেলটির ১২৫ সিসির ও ১৫০ সিসির মডেলের এক্স শোরুম মূল্য যথাক্রমে ১.৩৮ লাখ ও ১.৫২ লাখ টাকা।