Vivo T1 Pro 5G Launch: কবে ভারতে আসছে ভিভো-র সস্তা ৫জি ফোন, ফাঁস হল লঞ্চের সময়
Vivo তাদের T সিরিজের নতুন ফোন হিসেবে শীঘ্রই Vivo T1 Pro 5G ফোনটি বাজারে আনবে। গতকাল এই ফোনকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench-এ দেখা গিয়েছিল। সেখান থেকে জানা গিয়েছিল এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ও ৮ জিবি র্যাম থাকবে। আর এক দিন যেতে না যেতেই Vivo T1 5G ফোনের উত্তরসূরীর ভারতীয় বাজারে লঞ্চের টাইমলাইন সামনে এল।
Vivo T1 Pro 5G ভারতে লঞ্চ হচ্ছে আগামী মাসে
Onsitego এর রিপোর্ট অনুযায়ী, আগামী মে মাসে ভারতে লঞ্চ করবে ভিভো টি১ প্রো ৫জি। যদিও সঠিক লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। ফোনটি ২০,০০০ টাকার রেঞ্জে আসবে। লঞ্চের পর এই ফোনের সাথে আপকামিং iQOO Z6 Pro 5G এর প্রতিদ্বন্দ্বিতা চলবে।
জানিয়ে রাখি আইকো-র ফোনটি আগামী ২৭ এপ্রিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর সহ ভারতে পা রাখবে। ভিভো টি১ প্রো ৫জি ফোনেও একই প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া ভিভো-র ফোনটি ৬ জিবি, ৮ জিবি র্যাম সহ আসতে পারে। আবার ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ অপশন থাকতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচওএস কাস্টম স্কিনে রান করবে।
এছাড়া আমরা আশা করছি Vivo T1 Pro 5G ফোনটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে। আর এতে শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে, যার সাথে পূর্বসূরীর তুলনায় বেশি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য, Vivo T1 5G ফোনে ছিল ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।