এবার কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন আনছে Vivo, থাকবে নিজস্ব ইমেজিং চিপ ও ট্রিপল ক্যামেরা

Update: 2024-06-26 08:45 GMT

ভিভো এবছর অক্টোবরে তাদের পরবর্তী X সিরিজের অধীনে Vivo X200 এবং Vivo X200 Pro ফোনগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে আসন্ন MediaTek Dimensity 9400 চিপসেটটি উভয় ফোনেই ব্যবহৃত হবে। আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টার Vivo X200 লাইনআপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় Vivo X200 ফোনের প্রধান বৈশিষ্ট্যগুলি শেয়ার করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Vivo X200 ফোনের প্রধান স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার লেটেস্ট ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে জানিয়েছেন যে, ভিভো এক্স২০০ ফোনে ১.৫কে রেজোলিউশন সহ একটি ফ্ল্যাট ওলেড (OLED) স্ক্রিন থাকবে। তিনি বলেছেন যে এই ডিসপ্লেটি কমপ্যাক্ট হবে, যার চারদিকে সরু বেজেল দেখা যাবে। জানিয়ে রাখি, গত বছরের ভিভো এক্স১০০ ফোনে ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন ছিল। তবে ভিভো এক্স২০০ মডেলটি পূর্বসূরির তুলনায় একটি ছোট স্ক্রিনের সাথে আসতে পারে।

ভিভো এক্স২০০ ফোনের একটি নতুন ডিজাইন করা লেন্স মডিউল এবং পিছনে একটি ৫০ মেগাপিক্সেলের ট্রিপল-ক্যামেরা সিস্টেম থাকবে, যার মধ্যে ৩x অপটিক্যাল জুম সহ একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা মিলবে। ভিভোর স্ব-উন্নত ইমেজিং চিপ এক্স২০০ ফোনের ক্যামেরাকে আরও ভালো আউটপুট দিতে সাহায্য করবে, যা উন্নত ইমেজিং ক্ষমতার প্রতিশ্রুতি দেয়।

এছাড়া, তিনি প্রকাশ করেছেন যে Vivo X200 প্রোটোটাইপে একটি অপটিক্যাল আন্ডার-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট আনলকিং সলিউশন রয়েছে। তবে ডিজিটাল চ্যাট স্টেশন তার লেটেস্ট পোস্টে ফোনটির সর্ম্পকে আর কোনও তথ্য প্রকাশ করেননি।

যদিও, ডিসিএস এর আগে Vivo X200 Pro (মডেল নম্বর: V2413) মডেলের কিছু বৈশিষ্ট্য ফাঁস করেছিলেন। তিনি জানান এতে ৬.৭ ইঞ্চির বা ৬.৮ ইঞ্চির কার্ভড-এজড ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ১.৫কে রেজোলিউশন অফার করবে। এছাড়াও, এটি একটি আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করতে পারে। Vivo X200 Pro সম্ভবত গত বছরের Vivo X100 Pro চালিত ৫,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির চেয়ে বড় ব্যাটারির সাথে আসবে।

Tags:    

Similar News