App Ban: ভারতে ব্যান হল VLC Media Player, কোনোভাবেই এই জনপ্রিয় অ্যাপ ব্যবহার করা যাবে না
বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় মিডিয়া প্লেয়ারগুলির মধ্যে অন্যতম একটি হল VLC Media Player (ভিএলসি মিডিয়া প্লেয়ার)। বিনামূল্যে উপলব্ধ এই অ্যাপটি যেকোনো ডিভাইসে (ডেস্কটপ, মোবাইল কিংবা আইপ্যাড) অত্যন্ত কম পরিমাণ স্টোরেজ স্পেস দখল করে থাকে। তাই বেশিরভাগ ডিভাইসেই অডিও এবং ভিডিও প্লে করার জন্য ইউজাররা প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান ভিডিওল্যান (VideoLAN) কর্তৃক নির্মিত এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন। তবে একদশকেরও বেশি সময় ধরে পছন্দের তালিকায় থাকা এই অ্যাপটি ভারতীয়রা আর ব্যবহার করতে পারবেন না; কারণ সম্প্রতি পাওয়া খবর থেকে জানা গিয়েছে যে, জনপ্রিয় অ্যাপটিকে এদেশে নিষিদ্ধ করেছে ভারত সরকার।
মিডিয়ানামা (MediaNama)-র এক রিপোর্ট অনুযায়ী, আজ বা কাল নয়, প্রায় ২ মাস আগে ভারতে ভিএলসি মিডিয়া প্লেয়ার অ্যাপ ব্লক করা হয়েছে। যদিও সংস্থা কিংবা ভারত সরকার কেউই এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিশদে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে এ ব্যাপারে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, কুখ্যাত চীনা হ্যাকিং গ্রুপ সিকাডা (Cicada) সাইবার আক্রমণের জন্য এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করেছিল। মাত্র কয়েক মাস আগে নিরাপত্তা বিশেষজ্ঞরা আবিষ্কার করেন যে, সিকাডা দীর্ঘদিন ধরে চলমান সাইবার আক্রমণ অভিযানের অংশ হিসেবে একটি দূষিত ম্যালওয়্যার লোডার স্থাপনের জন্য ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করছে। অর্থাৎ সোজা ভাষায় বললে, এই অ্যাপটি মোবাইল কিংবা কম্পিউটারে ডাউনলোড করলেই ডিভাইসে ঢুকে পড়বে ক্ষতিকারক ম্যালওয়্যার, আর সেই কারণেই ভারতে এই অ্যাপটিকে ব্যান করা হয়েছে।
VLC অ্যাপ ব্যানের কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি
এদিকে নির্মাতা সংস্থাটি বা ভারত সরকার কেউই আনুষ্ঠানিকভাবে আলোচ্য মিডিয়া প্ল্যাটফর্মটিকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেনি। তবে সম্প্রতি কয়েকজন টুইটার (Twitter) ব্যবহারকারী বুঝতে পারেন যে ভারতে এই অ্যাপটিকে ব্যান করা হয়েছে এবং সেকথা তারা টুইট করেও জানান। যেমন গগনদীপ সাপ্রা (Gagandeep Sapra) নামের এক টুইটার ব্যবহারকারী ভিএলসি ওয়েবসাইটের একটি স্ক্রিনশট টুইট করেছেন যেখানে লেখা আছে যে, আইটি অ্যাক্ট, ২০০০-এর অধীনে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের (Ministry of Electronics and Information Technology) আদেশ অনুসারে ওয়েবসাইটটিকে ব্লক করা হয়েছে।
অর্থাৎ মোদ্দা কথা হল, বর্তমানে ভিএলসি মিডিয়া প্লেয়ার ওয়েবসাইট এবং ডাউনলোড লিঙ্ককে এদেশে সম্পূর্ণভাবে ব্লক করা হয়েছে, যার ফলে কোনো ভারতীয় ইউজার আর এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করতে পারবেন না। এমনকি এসিটি ফাইবারনেট (ACT Fibernet), জিও (Jio), ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)-র মতো সমস্ত বড়ো বড়ো ইন্টারনেট সার্ভিস প্রদানকারী সংস্থাও ভিএলসি বন্ধ করে দিয়েছে, ফলে আর কোনো উপায়েই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা।
ভারতে ব্যান হয়ে চলেছে একের পর এক অ্যাপ
প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি ভারত সরকার PUBG Mobile (পাবজি মোবাইল), TikTok (টিকটক), Camscanner (ক্যামস্ক্যানার) সহ শত শত চীনা অ্যাপ ব্লক করেছে। এর পাশাপাশি BGMI (বিজিএমআই) নামে পরিচিত PUBG Mobile-এর ভারতীয় সংস্করণটিকেও কিছুদিন আগে এদেশে ব্লক করা হয়েছে এবং Google Play Store (গুগল প্লে স্টোর) বা Apple App Store (অ্যাপল অ্যাপ স্টোর) থেকে ইতিমধ্যেই গেমটিকে সরিয়ে ফেলা হয়েছে। সরকারের মতে, এই অ্যাপগুলি ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা চীনের সার্ভারে প্রেরণ করছে; আর সেই কারণেই এই অ্যাপ্লিকেশনগুলিকে ব্যান করা হয়েছে ভারতে। তবে VLC Media Player কিন্তু কোনো চীনা কোম্পানি তৈরি করেনি, আগেই বলেছি যে এটি প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান VideoLAN কর্তৃক নির্মিত। সেক্ষেত্রে ঠিক কী কারণে এদেশে VLC-কে নিষিদ্ধ করা হল, তা এখনও স্পষ্ট নয়।